বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে ফ্রান্সের গেল মনফিলসের কাছে ৬-৪, ৬-৭, ৬-৩ গেমে হেরে গেছেন ফেদেরার।
এ বছর চারটি গ্র্যান্ড স্লামেই ব্যর্থ হয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। এর মধ্যে উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে এবং ইউএস ওপেনে হেরে যান চতুর্থ রাউন্ডে।
গত ৯ সেপ্টেম্বর ইউএস ওপেন শেষ হওয়ার পর সাংহাই মাস্টার্সই ছিল ফেদেরারের প্রথম প্রতিযোগিতা।
তবে ফেদেরার ব্যর্থ হলেও জয় পেয়েছেন দুই তারকা রাফায়েল নাদাল ও নোভাক জোকাভিচ।
তৃতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নাদাল ৬-১, ৭-৬ গেমে আর্জেন্টিনার কার্লোস বার্লোককে এবং নাদালের কাছে সদ্য শীর্ষস্থান হারানো জোকোভিচ ৬-৩, ৬-৩ গেমে ইতালির ফ্যাবিও ফগনিনিকে হারিয়েছেন।
কিন্তু হেরে গেছেন স্পেনের দাভিদ ফেরার ও চেক প্রজাতন্ত্রের টমাস বেরদিখ। তাদেরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জার্মানির ফ্লোরিয়ান মেয়ার ও স্পেনের নিকোলাস আলমাগ্রো।
কোয়ার্টার ফাইনালে আরো উঠেছেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো ও ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।