টাইমস অফ ইন্ডিয়া জানায়, ৯ অক্টোবর ‘ভূতনাথ রিটার্নস’ সিনেমার শুটিং করছিলেন অমিতাভ। এমন সময় তিনি জানতে পারেন, পাশের সেটে নতুন সিনেমা ‘জয় হো’র শুটিং করছেন সালমান খান এবং টাবু। তখনই সহশিল্পীদের সঙ্গে দেখা করতে ঐ সেটে যান অমিতাভ। সালমানের সঙ্গে কুশল বিনিময় শেষে অনেকক্ষণ গল্প করেন অমিতাভ। এরপর সালমানকে জড়িয়ে ধরে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেন ভক্তদের উদ্দেশ্যে।
টুইটারের ওই পোস্টে অমিতাভ লেখেন, “টাবু এবং সালমানের সঙ্গে পাশের সেটে দেখা করে এলাম। সহকর্মীদের সঙ্গে দেখা করতে সবসময়ই খুব ভালো লাগে। ”
ওই সময় সালমানের স্নায়ুজনিত অসুস্থতা নিয়ে বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন অমিতাভ।
এ বিষয়ে অমিতাভ লেখেন, “সালমানের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খবর জানলাম। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।
তার জন্য আমার অশেষ শুভকামনা। ”
স্নায়ুতে সমস্যার কারণে কয়েক বছর আগে আমেরিকায় চিকিৎসা করাতে যান সালমান। সম্প্রতি সমস্যাটি আবারও দেখা দেওয়ায় তাকে নিয়ে এখন চিন্তিত বলিউডের সবাই।
তবে সালমান ভক্তদের আশ্বস্ত করে অমিতাভ আরও লেখেন, “সালমানের সঙ্গে তার অসুস্থতার ব্যাপারে আলাপ করেছি। তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
”
বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন এবং সালমান খানকে একসঙ্গে দেখা গেছে ‘বাগবান’, ‘বাবুল’ এবং ‘গড তুসসি গ্রেট হো’-র মতো সিনেমায়। খান এবং বচ্চন পরিবারের মধ্যে সবসময় ঘনিষ্ঠতা থাকলেও সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেক বচ্চনের বিয়ের পর থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছে এই দুই পরিবার।
এদিকে টাবুর সঙ্গে ‘চিনি কম’ সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।