ধর্ম সবার জন্য,তা যত খারাপ মানুষই হোক না কেন। নিশ্চয় পতিতাদেরও পূজা করার অধিকার আছে। তারই ধারাবাহিকতায় এই প্রথম নিজেদের পাড়ায় দুর্গাপূজা করছেন সোনাগাছির যৌনকর্মীরা।
সোনাগাছির ভেতরে খদ্দের আর দালালদের ভিড়ে পাশ কাটিয়ে একটু এগোলেই চোখে পড়বে ছোট্ট প্যান্ডেল। ভেতরে একচালা দূর্গা প্রতিমা – সঙ্গে হাজির লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গণেশ।
এখানকার দূর্গা এলোকেশী – পড়নে লালপাড় গরদ।
প্রতিমা তৈরি করেছেন কুমোরটুলির যে শিল্পী, সেই অশোক পাল বলছিলেন, 'প্রতিমা যখন গড়েছি, তখন আমার মাথায় এক নারীর রূপ ছিল। সেটা যৌনপল্লীর মেয়েও হতে পারে, আমার আপনার ঘরের মেয়েও হতে পারে। যৌনপল্লীর মেয়েরাও তো সমাজেরই অংশ – তারা তো সমাজের বাইরে নয়। এটা ভেবেই আমি ঠাকুরটা গড়েছি।
'
উল্লেখ্য, যৌনকর্মীদের সংগঠন দূর্বারের সদস্যরা এই পূজার আয়োজন করেছেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।