গত বছর ১৯ শে ডিসেম্বর বরিশালে প্রথম আয়োজন করা হয়েছিল,বাংলা ব্লগ দিবস। প্রথমবার হিসাবে সেই অনুস্ঠানটি বেশ সফল ছিল।
আর এইবার আয়োজন করা হলো মৌন মিছিল। এর কারন সাড়াদেশে অব্যাহত ধর্ষন এবং নারী নির্যাতনের ঘটনা সমূহ সব মানুষের বিবেককে নাড়া দিয়েছে।
কাজেই একজন মানুষ হিসাবে চুপ করে বসে থাকার কোন সুযোগ নেই।
বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী নিয়ে প্রতিটি জেলায় এবং বিভাগীয় শহরে এইসব ঘটনার বিচারের দাবীতে রাজপথে নেমে এসে প্রতিবাদ জানিয়েছে।
আমরা কেন চুপ থাকবো?
আমাকে ব্লগার আমিনুর রহমান ফোন করে অবহিত করে অন্য সব জেলা এবং বিভাগীয় শহরে "আমরা ব্লগার" এই ব্যানারে মৌন মিছিল করে। এবং বরিশালে এই মৌন মিছিল আয়োজনের কথা বলে।
তার কথা শুনে প্রথমে আমি বেশ ঘাবড়ে যাই। এর কারন বাংলা ব্লগ দিবস আয়োজন করতে গিয়ে আমার বেশ ভালো কিছু মজার ,এবং বিব্রতকর এই দুই ধরনের অভিজ্গতা হয়েছিল।
কিন্ত আমিনুর ভাই যখন আমাকে বলে এই কাজে সহায়তা করার জন্য ব্লগার একজন আরমান বরিশাল আসবে।
আমি তখন হাফ ছেড়ে বাচিঁ।
এর কারন আরমান ভাইর সাথে রুশানের মাধ্যমে পূর্বেই পরিচয় হয়েছিল।
আর এর পরেই আমি মোটামুটি নিশ্চিত হয়ে যাই,এই বার আর আমি একা নই,সাথে আছে আরমান ভাই,ব্লগার রাতুল মাহফুজ (উল্টোরথ),ব্লগার মিটুল, ব্লগার মেহেদী হাসান খান।
এবং এই মানুষ গুলো যখন আছে তখন যে ভাবেই হোক মৌ্ন মিছিল আমরা করবোই।
যদিও এই মিছিল ১০ই জানুয়ারী করার কথা ছিল,পারিনি মেহেদী জরুরী কাজে ঢাকায় গিয়েছিল।
যদিও এর আগেই আমরা কিছু সিন্ধান্ত নিয়ে রেখেছিলাম।
আর বাকীটুকু দেরী হয়েছে ব্যানারের ডিজাইন একটু দেরীতে হাতে পাওয়ায় প্রিন্ট করতে দেরী হওয়ার কারনে।
যাই হোক সবকিছুর পড়েও আজকে আমরা “আমরা ব্লগার”এর ব্যনারে মৌন মিছিল করতে পেরেছি এখন বেশ আনন্দে আছি।
এই মিছিলে যে কয়জন ব্লগার ছিলাম তাদের ধন্যবাদ দিব না,কারন ব্লগার হিসাবে এই প্রতিবাদ করা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে।
এর বাইরে আজকে যারা এই মৌন মিছিলে যোগ দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা।
কিন্ত দুঃখ শুধু এই টুকু যাদের জন্য এই প্রতিবাদ তারা কেউ মিছিলে আসেনি অনেক ছাত্রীকে অনুরোধ করেছি কোন কাজ হয়নি।
এই লেখা আমি বেশী বড় করবো না কারন আমার লেখার তেমন কোন ভক্ত নেই।
আরমান ভাই বিস্তারিত বর্ননা দিয়ে পোস্ট দিবে রাতে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।