আমাদের কথা খুঁজে নিন

   

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'পাইলিন'

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় পাইলিন। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'পাইলিন' সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাইলিনের প্রভাবে আজ থেকে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় বৃষ্টি হবে। এদিকে, ঘণ্টায় ২১০ থেকে ২২০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া নিয়ে চার মাত্রার এ 'সাইক্লোন' আজ বিকাল নাগাদ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। পাইলিন দিক পরিবর্তন করে বাংলাদেশে আঘাত হানবে না, সে আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আবহাওয়াবিদরা আশা করছেন, বুধবারের আগে পরিস্থিতির উন্নতি হবে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল বিকাল ৫টায় মংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ এবং চট্টগ্রাম থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল পাইলিন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।