আমাদের কথা খুঁজে নিন

   

মহাসেন ধেয়ে আসে,

শাফিক আফতাব-------- মহাসেন মহাসমারোহে ধেয়ে আসে উপকূলবতী মানুষ উপদ্রুত এলাকা ছেড়ে ছুটে আসন্ন মরণের কাছে সবাই কাদে বুঝি আজ মাথা কুঁটে। আসন্ন তাণ্ডবে প্রাণ বাঁচাতে সর্বস্তরের মানুষ ভালো মন্দ ক্রিমিনাল প্রতারক কালোবাজারী সবাই একনামে প্রভুর গুণকীর্তণে হারাইছে হুশ আহা প্রতিটি মানুষ যদি হতো এমন সত্যের কাণ্ডারী। বিপদ কেটে গেলে আবার কিছু মানুষ পুরোনো খোলস খুলে ফেলে পূর্বতন বানিজ্যে করে মনোনিবেশ আল্লাহ রসুলের নাম নেই, খায় আবার উৎকোচ ঘুষ আবার উপদ্রুত হয় সুদে ঘুষে প্রতারণার প্রিয় স্বদেশ। বিপদের মুখে মানুষের সত্যশুদ্ধ বুলির মতোন যদি মানুষ হতো, কত সুন্দর হতো জীবন ! কালনিরবধি। নিসর্গ : ঢাকা ১৬.০৫.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।