আমার আমি কে খুঁজি
প্রেম রয়েছে প্রেমে রসাল , প্রেমের হলো বহাল ঘোষাল
প্রেম কি আর আছে রে ভাই মানুষের-ই মনে
ছলনারই ছায়া তলে, প্রেম যে লুকায় বেড়াজালে
প্রেমের হলো ভগ্ন দশা, প্রেম করে যে মরছে যথা
ভুলে-বালে হচ্ছে দিশা, কায়ার নিরুন ছায়ার তলে
ওরে মন তুই মজে রে দেখ, নিজের মাঝে আছে রে সব
নিজ খুজলেই পাবি রে তুই , নিজের মহান মানুষ
নিজ পাপে মজবি যখন, হারাবি তুই আপন স্বজন
হতাশ তোর সঙ্গি হবে, হাজার মরন সঙ্গ নেবে
সঙ্গ তোকে সাঙ্গ করবে, আসল মরন সামনে আসবে
হিসাব খাতা খুলবে রে সে, পাপের সাজা দিবে কষে
আবার তাকে পূর্ণ করবে, পূর্ণতারই মজা দিবে
অসিম করুন রহমান যে সে, তাই তে এমন করবে শেষে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।