আমাদের কথা খুঁজে নিন

   

মা'কে হিজিবিজি - মা, প্রিয় মা আমার



===================== অনেক দিন আগে "যে চিঠি কোনদিনও পোষ্ট করা হবে না" শিরোনামে একটা চিটি মায়ের কাছে লিখছিলাম। সে চিটিটা মায়ের কাছে পোস্ট করা হয়নি বা হবেওনা। সে চিটিতে বিদেশের কিছু অভিজ্ঞতা মায়ের কাছে লেখছিলাম। সে চিটিটা কিছুদিন পরপর ওপেন করে পড়ি, আর পড়া শেষে বিড়বিড় করি - পৃথিবীর সব মায়েরা তোমরা ভাল থাকো সব সময় প্রিয়দের ভালবাসায়। ========================= একটা ফেইসবুক স্টেটাস দিয়েছিলাম এরকম - যাদের মা নেই তারা হল প্রথম সারির মন খারাপের দল।

তারা বুঝে তাদের বুকের বাম পাশটা কতটা খালি পড়ে আছে। আর যাদের মা বেঁচে আছে কিন্তু দূরে থাকে-তারা হল দ্বিতীয় সারির মন খারাপের দল। আমি হলাম দ্বিতীয় সারির মন খারাপের দলের নিয়মিত সদস্য। ========================= মা দিবসের আমার ফেইসবুক স্টেটাস : "মাদার্স ডে" বাংলায় যাকে "মা দিবস" বলা হয়ে থাকে । কয়েকদিন আগে এই দিবসটি গেল ।

ব্লগ আর এফবিতে দেখলাম সবাই শুভেচ্ছা জানাতে ব্যাস্ত । তা দেখে আমারও ইচ্ছা হল আমার মাকে শুভেচ্ছা জানাই । তাই মাকে ফোন করেছিলাম,মাকে বললাম আজ মা দিবস । মা বললেন এটা কি বাবা!!আমার মা আগে জামানার মানুষ তাই এসব দিবস টিবস বোঝেন না,আমিও আমার মাকে মা দিবস কি তা বোঝাতে যাইনি । কারন আমার মনে হয় মা এমন একজন যাকে কোন একটা নির্দিষ্ট দিবসে বন্ধি করা যায় না !! আমার কাছে প্রতিদিনই মা দিবস,প্রতিদিনই আমি আমার মাকে আলাদা ভাবে মিস করি ।

============================== আরেকটা ফেইসবুক স্টেটাস : জীবনের প্রথম কবিতা লিখছিলাম মা'কে নিয়ে! কবিতার নাম ছিল 'মা'! নোট - জীবনের 'প্রথম' অনেক কিছুই ভুলে গেছি বা ভুলে যাব। কিন্তু এইটা ভুলি নাই, ভুলবোও না ! ============================== চতুরে আহমাদ আবদুল হালিম ভাইয়ের মায়ের চশমা অণুগল্পে অপদেবতা নামের এক ব্লগার কমেন্টের কিছু অংশ - হুম, মা তো মাই , আমরা আম্মুর চশমা ,ডাইরি , একটা কলিংবেল (আম্মু শেষের দিকে অসুস্থ হয়ে পড়ায় এ কলিংবেল দিয়ে আমাদের ডাকতো ) আম্মু মারা যাওয়ার বহু আগেই আমি আম্মুর একটা চুল সযত্নে লুকিয়ে রেখেছি । একটা হাতে লেখা বাজারের স্লিপ । কোন মূল্য আছে এগুলোর , না নেই । তবু এটা আমার মার ।

আর মা তো পৃথিবীতে একটাই হয়। =============================== ফেইসবুকে মাঝেমাঝে খুব নাইস নাইস ভিডিও দেখা যায়। এরকম একটা চমৎকার ভিডিও হঠাৎ চোখে পড়লো। ভিডিওটিতে দেখলাম মারুফ নামে ছোট্ট এক কিশোরের মায়ের প্রতি অভিমান এবং ভালবাসার এক অদ্ভুত গল্প। তার বাবা নিখুজ হওয়ার পর তার মা গৃহ পরিচারিকারকাজ নিয়ে বিদেশে চলে যায়।

এরপর মায়ের খুঁজে বারবার বাড়ি থেকে পালায়, চলে যায় বিমান বন্দরে, অপেক্ষা করে এই বুঝি তার মা এল। ================================= মা'কে নিয়ে কিছু গান - মা - মা - মা - মা - মা - মা - মা- মা - মা - মা - মা - মা- মা- মা- মা- মা- [yt| মা- মা =============================== স্বপ্নবাজ ভাই আদৌ কাজ হবে কিনা জানি না, তারপরেও যুদ্ধ চলুক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।