.............।
দীর্ঘদিন যাবত ক্রিকিনফোসহ বিভিন্ন ,ক্রীড়া ওয়েবসাইটগুলোতে ও সোশাল মিডিয়াতে বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধ্বে বিরুপ সকল প্রকার মন্তব্য ও কলাম কম বেশি সবাই মুখ বুঝে সহ্য করেছি,আবার কখনো কখনো ভারত,পাকিস্তান বা ইংলিশ সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নানা বিরুপ মন্তব্য বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের হৃয়কে ক্ষত বিক্ষত করেছে, হৃদয়ের সেই রক্তক্ষরনকে সাথী করেই কোটি কোটি বাংলাদেশী অব্যাহত রেখেছে তাদের অকুন্ঠ সমর্থন ও ভালবাসা তাদের প্রতি যাদের আদর করে নাম দিয়েছে “ টাইগার”।
ধীরে ধীরে সেই স্বপ্নের গাছ আজ ডালপালা খুলছে,এসেছে ফলের মুকুল, এসেছে তারুন্যের নব জোয়ার। সেই গাছের হাল্কা বাতাসে উদ্বেলিত হয়ে আবগাহিত হয় কোটি কোটি মানুষের মন,টেকনাফ থেকে তেঁতুলিয়া নিমিষেই ছড়িয়ে পড়ে সেই উল্লাসের ছোঁয়া জোয়ার ভাঙ্গা ঢেঊ এর মত। নিঃশর্তভাবে এতো আবেগ উতকন্ঠা আর ভালোবাসা, আর কোণ জাতি শুধুমাত্র একটি খেলাকে ঘিরে ধেলে দিয়েছে কিনা সন্দেহ আছে,যেখানে না পাওয়ার দুঃখ,বঞ্চনা ও গ্লানির পরিমানও নিতান্ত কম নয়।
সময় এসেছে আজ পাই পাই হিসেব বুঝে নেয়ার, তারুন্যের জোয়ারে বাংলাদেশ ক্রিকেট দল আজ এক নতুন বিস্ময়ের নাম,সম্ভাবনা আছে দুর্বার এগিয়ে চলার,হাতছানি দিয়ে ডাকছে বিশ্ব শাসনের মুকুট। আমাদের প্রতিবেশী দেশগুলো যাদের শারিরীক গঠন,অর্থনৈতিক ও সামজিক অবস্থা কোনভাবেই আমাদের চাইতে বিশেষভাবে বেশী নয় কিন্তু বিশ্বদরবারে নাম লিখিয়েছে ক্রিকেট পরাশক্তির, ছিনিয়ে এনেছে বিশ্বসেরার মুকুট, তারা যদি পারে আমরাও পারবো, আমাদের পারতেই হবে। কারন সেই পারার জন্য যা কিছু দরকার তার সবকিছুই আজ আমাদের দেশের ক্রিকেট অঙ্গনে বিদ্যমান,এখন শুধু ফলাফলের অপেক্ষা।
সেটাই হবে সেই সব পেঁচামুখ সমালোচকদের প্রতি আমাদের উপযুক্ত জবাব। মুশফিক,সাকিব,তামিম,মাহমুদুল্লাহ,নাসির,আনামুল,গাজী,রাজ্জাক,মাশরাফি এদেরকেই নিতে হবে আমাদের স্বপ্ন পূরনের ভার............
যেমন নিয়েছিলো রানাতুঙ্গা,ডি সিলভা,জয়সুরিয়া,মুরালিধরন,কালুভিথারানা,চমিন্দা ভাসেরা।
একটি আনকোরা দল, যাদেরকে ৯৬ বিশ্বকাপে কেঊ ভুলেও হাতে গোনেনি সেই দলকে তারা পরিয়েছিলো বিশ্বজয়ীর মুকুট,এনেছিল সম্মান,সমীহ । কিন্তু তার আগে তাদের ইতিহাসও ছিলো তীর্যক মন্তব্য,সমালোচনা আর বঞ্চনার।
# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#
**মন্তব্য বা উপদেশ কাম্য - পত্রদূত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।