আমাদের কথা খুঁজে নিন

   

নারীর রূপের আগুণে পুড়ে গেলাম, গানে আর কবিতায়।



নারীর রূপের আগুণে পুড়ে গেলাম, গানে আর কবিতায়। শাফিক আফতাব তোমাকে ব্যবচ্ছেদ করি___খুঁটে খুটেঁ দেখি__এমন নিপুণ শিল্পী কে ? কেমন পরিপাটি আর ঠাস বুননে এ এক অপরূপ সৃষ্টি কার ? চেতনা, খুলি, ঘুলি উড়ে যায় মাথার__ আমি শুয়ে পড়ি, লেখার কলম রেখে। পরম স্রষ্টা তুমি, এমন সুন্দর, মনোহর, পেলব নান্দনিকতায় কেনো তুমি মেয়ে মানুষেরে সৃষ্টি করে গেলে ? প্রতিদিন পুরুষা জ্বলে পুড়ে মরে তাদের অনলে__ বেহুদা কবিগুলো প্রতিদিন মশগুল থাকে তাদের রূপবর্ণনায়। যাদুর গুটিঁ দিয়েছো বটে, চোখেমুখে চুলে আর স্তনের বোঁটায় : তারি তরে ভালোবাসা পড়ে বর্ষার বৃষ্টির মতোন ফোটায় ফোটায়, তারি তরে সিংহাসন ছাড়ে, কারাগারে যায় রাজার তনয়, তারি তরে, মানুষ যুদ্ধ বাঁধায়, কোট টাকায় শুভ পরিণয়। পরম শিল্পী তুমি প্রেমগুলো তুলে নায় সাঁড়াশির খোঁচায় নারীর রূপের আগুণে পুড়ে গেলাম, গানে আর কবিতায়। ১৪.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।