মরতে চাই মায়ের কোলে
যেমন শিশু ঘুমায়, তবে আমি
যদি দূরে থাকি মা ছাড়া
বরফ ঝরা বর্ষার মত আমি
বাংলার আকাশ থেকে হঠাৎ
ঝরতে চাই চৈত্রের খাঁ খাঁ করা
দুপুরে ফাঁটা মাটির বুকে,
আমার মায়ের মমতায় ভরা
বুক আজ ঐ মাটির মত
জল শুন্য যেখানে অভাব
সন্তানের। মা বাংলাদেশে
আর সন্তান দূর কোথাও।
গ্লোবাল পৃথিবী ইন্টারনেটে
বেতার যোগে, তাতেই মানুষ
বিজ্ঞানের প্রশংসায় ব্যস্ত
অথচ, যেদিন মা সন্তানের
সম্পর্ক শুরু শত বছর পূর্বে
তখন থেকেই সন্তান যেখানে
থাক কিছু হলেই কেপে ওঠে
মায়ের বুক, এ কোন বেতার
যন্ত্রে হয়?
কম্পিউটার সৃষ্টি আর মানব
সৃষ্টি এক নয়, মানুষ চেনা
শহজ হতো যদি! তবে সৃষ্টিকর্তা
কি অচেনা থাকতো? মিথ্যা ছেড়ে
সত্য ভাবার সময় ফুরায়নি আজো-
ক্ষুদ্র না ভেবে বিশদ পারো ভাবতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।