আমাদের কথা খুঁজে নিন

   

‘আল্লাহ শব্দটি অমুসলিমদের নয়’

বিচারিক আদালতের একটি রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে সোমবার উচ্চতর একটি আদালত এই রায় দেয় বলে বিবিসি জানিয়েছে।
ওই রায়কে কেন্দ্র করে ২০০৯ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিমপ্রধান দেশটিতে অসন্তোষ দেখা দিয়েছিল।
আরবি থেকে আল্লাহ শব্দটি মালয় ভাষায় এসেছে এবং এই শব্দটি সব ধর্মের মানুষই ব্যবহার করে আসছিল।
২০০৯ সালে মালয়শিয়ার সরকার এক আদেশে ক্যাথলিকদের সংবাদপত্র দ্য হেরাল্ডকে খ্রিস্টানদের স্রষ্টা বোঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দেয়।
ওই আদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে বিচারিক আদালতে নিজেদের পক্ষে রায় পায় খ্রিস্টান সম্প্রদায়।

ওই রায় নিয়ে সৃষ্ট দাঙ্গায় বেশ কয়েকটি মসজিদ ও গির্জা পোড়ে।
এরপর রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল হলে রোববার বিচারিক আদালতের রায় উল্টে যায়।
আপিলের রায়ে বিচারক মোহাম্মদ আপান্দি আলী  বলেছেন, “স্রষ্টাকে আল্লাহ সম্বোধন করা খ্রিস্টান ধর্মীয় রীতিতে অত্যাবশ্যকীয় নয়। এর ব্যবহারে (খ্রিস্টানরা ব্যবহার করলে) বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থেকে যায়। ”
তবে আদালতের এই রায়ে হতাশা প্রকাশ করেছে মালয়ভাষী খ্রিস্টান সম্প্রদায়।

তারা বলেন, এই রায় তাদের ওপর বিরূপ প্রভাব ফেলবে।
এস্টার মইজি নামে এক খ্রিস্টান নারী বিবিসিকে বলেন, “আমাদের যদি আল্লাহ ডাকতে না দেয়া হয়, তাহলে তো আমাদের পুরো বাইবেল (মালয় ভাষান্তরিত বাইবেল) নতুন করে লিখতে হবে। ”
দ্য হেরাল্ডের সম্পাদক রেভারেন্ড লরেন্স অ্যান্ড্রু রায়ে হতাশা প্রকাশ করে বলেছেন, এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন তিনি।
তার দাবি, ১৯৬৩ সালে মালয়শিয়া রাষ্ট্র গঠনের আগে থেকে মালয়ভাষী খ্রিস্টানরা স্রষ্টাকে আল্লাহ ডেকে আসছেন। আদালতের রায় তাদের সে অধিকার খর্ব করবে।


মালয়শিয়ার প্রায় তিন কোটি মানুষের ৬০ শতাংশই মালয়ভাষী।   দেশটিতে খ্রিস্টান ধর্মাবলম্বী মোট জনসংখ্যার ৯ শতাংশ।
লরেন্স অ্যান্ড্রু বলেন, “মধ্যপ্রাচ্যে আরবিভাষীরা স্রষ্টাকে আল্লাহ ডাকেন। মালয় ভাষা বিভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে, আল্লাহ তারই একটি। ”
ইন্দোনেশিয়ায়ও খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ই স্রষ্টাকে আল্লাহ ডাকেন বলে জানান তিনি।


তবে হেরাল্ড সম্পাদকের বক্তব্যের বিরোধিতা করে সরকার পক্ষের আইনজীবী জয়নুল রিজাল আবু বকর বলেন, “আল্লাহ কোনো মালয় শব্দ নয়। তারা যদি মালয় শব্দই ব্যবহার করতে চায়, তবে ‘তুহান’ (যার অর্থ স্রষ্টা) বললেই পারেন। ”
খ্রিস্টানদের স্রষ্টাকে আল্লাহ ডাকায় আপত্তি রয়েছে মালয়শিয়ার অনেক মুসলমানের। তাদের দাবি, এর মাধ্যমে মুসলিমদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার কাজটি সহজ হয়ে যায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.