সুইসাইড নোটগুলো চিরতরে হারিয়ে যাক……… সেখানে আশ্রয় নিক বিশুদ্ধ কিছু স্বপ্ন………. ইচ্ছে থাকুক বাঁচার! নিজেকে এবং ভালবাসাময় পৃথীবীকে চিরকাল বাঁচিয়ে রাখার………!!!
স্বপ্নগুলো বেঁচে থাক! ইচ্ছেগুলো বেঁচে থাক!
যতদিন বেঁচে আছি_আমার হাতের কাঁচের চুরিগুলো বেঁচে থাক!
পায়ের সাদায় লাল রঙের আলতাটুকু বেঁচে থাক!
মায়ের হাতের পাটিশাপটা_বাবার হাতের আশীর্বাদ _আর ভাইয়ের বুকের ভালবাসাটুকু বেঁচে থাক!
আসাদের সপ্ন আর নাকিবের অভিমানগুলো বেঁচে থাক!
বন্ধুগুলো বেঁচে থাক! ভালবাসার স্বপ্নগুলো বেঁচে থাক!
জলের নীলের রূপালি রঙের মাছগুলো বেঁচে থাক!
বর্ষার ব্যাঙ আর কালচে রাতের জোনাকির ঝাঁক বেঁচে থাক!
আমার প্রিয় উপন্যাসগুলো বেঁচে থাক!
ভালবাসা বেঁচে থাক! ভাললাগা বেঁচে থাক!
প্রেমিকের চোখের ঘোর লাগানো দৃষ্টিটুকু বেঁচে থাক! প্রেমিকার হাতের মায়াবী বাধঁন বেঁচে থাক!
শিশুরা বেঁচে থাক! নববধুর মেহেদীর লাল বেঁচে থাক!
প্রহর শেষের আলোটুকু বেঁচে থাক!
রবীন্দ্রনাথের সবগুলো গান বেঁচে থাক!
বেঁচে থাক শুদ্ধ! বেঁচে থাক ভুল! বেঁচে থাক ভুলের গলায় ফুল গলানোর শক্তি!
নুসাইবার ভালবাসা_কিংবা নওশীনের কলম ধরার হাতগুলো বেঁচে থাক!
পল্লব আর প্রমার ভালবাসাটুকু বেঁচে থাক!
শান্তারা বেঁচে থাক!
নীপারা বেঁচে থাক!
শতাব্দীরা বেঁচে থাক!
আমার দেয়ালে সংসারপাতা টিকটিকি দুটো বেঁচে থাক!
ফুপির বাড়ানো হাতের ভালবাসাটুকু বেঁচে থাক!
সাঈদ স্যারের আজন্ম লালিত স্বপ্নগুলো বেঁচে থাক!
চৈএ মাসের উথাল-পাতাল জোছনাটুকু বেঁচে থাক!
শিউলিরা বেঁচে থাক! বকুলেরা বেঁচে থাক!
কষ্টের কান্নাগুলো বেঁচে থাক!
হাসির বিমুগ্ধতা বেঁচে থাক!
আশাগুলো বেঁচে থাক! প্রত্যাশাগুলো বেঁচে থাক!
এইডসে্র সাথে লড়াই_কিংবা সিফিলিসের সাথের যুদ্ধটুকু বেঁচে থাক!
হিমুরা বেঁচে থাক! দীপাবলী কিংবা টম চাচারা বেঁচে থাক!
ভ্যান গগ বেঁচে থাক! জিম মরিসন বেঁচে থাক!
কালবৈশাখীর বৈরী ঝড়গুলো বেঁচে থাক! বর্ষার বৃষ্টি কিংবা শুদ্ধ জলেরা বেঁচে থাক!
লাল হিজলেরা বেঁচে থাক!
ক্লান্ত মাছেরা বেঁচে থাক!
বরুণা আর সুনীলেরা বেঁচে থাক!
যতই দূরে হারিয়ে যাও_তারপরেও_তোমার পায়ের ছায়াগুলো বেঁচে থাক!
স্টেশন বেঁচে থাক! রেলগাড়ি বেঁচে থাক!
ক্লান্ত কুলি_কিংবা নোংরা বস্তিগুলো বেঁচে থাক!
নীল জোছনা_কিংবা নীল আর্মস্ট্রঙেরা বেঁচে থাক!
সজল খালেদ বেঁচে থাক!
সাগর রুনীরা বেঁচে থাক!
শচীন দেব বর্মন_কিংবা আব্দুল আলীমেরা বেঁচে থাক!
জহির রায়হানেরা বেঁচে থাক………….
কেবল হতাশাটুকু মুছে যাক……
ইর্ষা আর হীংশ্রতাগুলো মুছে যাক………..
শুধু_ভালবাসাটুকু বেঁচে থাক……………!
ঝুম বর্ষায়_প্রেমিকের হাতে প্রেমিকার হাতটুকু বেঁচে থাক…………!
কাশফুলগুলো বেঁচে থাক!
নীল টিপ আর নীল জামদানীরা বেঁচে থাক………..!
সুইসাইড নোটগুলো চিরতরে হারিয়ে যাক………
সেখানে আশ্রয় নিক বিশুদ্ধ কিছু স্বপ্ন……….
ইচ্ছে থাকুক বাঁচার!
নিজেকে এবং ভালবাসাময় পৃথীবীকে চিরকাল বাঁচিয়ে রাখার…………..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।