চাঁদার টাকা না দেওয়ায় ঝিনাইদহে বিএনপি নেতা, গোপালগঞ্জ শহরে প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীর মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে রাজবাড়ীর পাংশার পদ্মা নদীর সেনগ্রাম ঘাট এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ বছর।
ঝিনাইদহ : গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি গ্রামের জামতলা নামক স্থানে কবির হোসেন (৩০) নামের এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত কবির হোসেন মধুহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও যুবদলের সহসভাপতি। এ ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাতিজা সবুজ জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় চান্দুয়ালী বাজার থেকে ঈদের সেমাই-চিনি কিনে মোটরসাইকেলযোগে চাচা কবির বাড়ি ফিরছিলেন। মধুহাটি গ্রামের জামতলা নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা বড়বাড়ী গ্রামের জিনার নেতৃত্বে সাবু, মিঠু, কালাচাঁদ, সফি, নবীজ উদ্দিন, রহিম উদ্দিন ও রফি উদ্দিন কবিরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে একটি ধানক্ষেতে ফেলে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, নিহত কবির হোসেনের লাশ ধানক্ষেত থেকে সকালে উদ্ধার করেছি।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গোপালগঞ্জ : শহরের সাহাপাড়ায় শেখ মাসুদুর রহমান রাবেট (৪৫) নামে এক অস্ট্রিয়া প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত ১টার দিকে শহরের সাহাপাড়া মোড়ে ওই প্রবাসীর ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই রাতেই ১৪ জনকে আটক করেছে। নিহত প্রবাসী শেখ মাসুদুর রহমান রাবেট জাতীয় পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মৃত শেখ নাসিরুদ্দিন আহম্মেদের ছেলে।
আটকরা হলো কালাচাঁদ সাহা (৫৫), উত্তম কুমার সাহা (৪৬), দিলীপ কুমার সাহা দিপু (৪৫), চন্দন সাহা (২০), সুজন ঘোষ (২১), পলাশ সিকদার (৩২), গৌতম সিকদার (৩৭), গৌর চান সাহা (৪৮), বিমল সাহা (৫৫), গোপাল সিকদার (৫৫), সুনীল ঘোষ (৪৮), অসিম সিকদার (৪৪) ও রঞ্জন সাহা ওরফে পার্থ (২০)। এ ঘটনার পর থেকে জেলা শহরের সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের ভাই শেখ মামুন আহম্মেদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। দুপুরে স্থানীয় সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজার নামাজ শেষে নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
স্ত্রী ও দুই মেয়ে অস্ট্রিয়া থেকে দেশে ফেরার পর তার লাশ গোপালগঞ্জ কবরস্থানে দাফন করা হবে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তার মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কলেজছাত্রীর মাকে কুপিয়ে হত্যা : অন্যদিকে মুকসুদপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীর মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে নিহত ক্ষমা বিশ্বাস (৪০) পরিবারের সদস্যদের নিয়ে পূজা দেখে বাড়ি ফিরছিলেন।
ঘটনাস্থলে ওতপেতে থাকা অভিজিৎ বাগচী ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে মুকসুদপুর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানিয়েছেন, প্রায় এক বছর আগে মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামের রমেশ বাগচীর ছেলে অভিজিৎ বাগচী দুর্বাশুর গ্রামের অরবিন্দু বিশ্বাসের কলেজ পড়ুয়া মেয়েকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমে রাজি না হওয়ায় বিয়ের প্রস্তাব দিলে ওই ছাত্রীর মা ক্ষমা বিশ্বাস প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকে ওই পরিবারকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেয়।
রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর সেনগ্রাম ঘাট এলাকা থেকে গতকাল অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ বছর। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চি?হ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৫-৬ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পাংশা থানায় মামলা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।