আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনার বিপক্ষে অন্য লক্ষ্য উরুগুয়ের

ম্যাচটি জিতে উরুগুয়ে চাইবে ফিফা র‌্যাকিংয়ে সেরা আটের মধ্যে থাকতে। এর ফলে বিশ্বকাপের আটটি গ্রুপ সাজানোর থেকে প্রাথমিক পর্যায়েই বড় কোনো প্রতিপক্ষকে এড়াতে পারবে তারা।
দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এখন সমান ২৫ করে পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ইকুয়েডর ও চিলির। প্লে অফ নিশ্চিত করা পঞ্চম স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ২২।

গোল ব্যবধানে উরুগুয়ের (-১) চেয়ে এগিয়ে আছে ইকুয়েডর (+৫) ও চিলি (+৩)।
সান্তিয়াগোতে সোমবার চিলি ও ইকুয়েডরের ম্যাচটি ড্র হলে দুই দলই সরাসরি ব্রাজিলের টিকিট পাবে। এমনকি চিলি বড় ব্যবধানে না হারলেও দুই দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে।
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়েকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে মঙ্গলবার শেষ ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে এবং বড় ব্যবধানে পরাজয় কামনা করতে হবে চিলির।
আর তাই বাস্তবতা স্বীকার করে প্লে-অফে যাওয়াটা মেনে নিয়েছেন কোচ অস্কার তাবারেস।

লাতিন আমেরিকা অঞ্চলে পঞ্চম হলে উরুগুয়েকে আগামী মাসে দুই রাউন্ডের প্লে-অফ খেলতে হবে এশিয়া থেকে পঞ্চম হওয়া জর্দানের সঙ্গে। উরুগুয়ের লক্ষ্য এখন আর্জেন্টিনার সঙ্গে জিতে ফিফা র‌্যাকিংয়ে সেরা আটের মধ্যে থাকা। বর্তমানে সাত নম্বরে আছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে পুরোনো এই প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে কথা বলবে কেন আর্জেন্টিনা। উরুগুয়ের রাজধানী মন্তেভিদিওর কন্তেনারিওতে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায় বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলবে দুই দল।

সেই ১৯০১ সালে প্রথম মুখোমুখি হয়েছিল দেশ দুটি।
২০০৯ সালে অক্টোবরে শেষবার কন্তেনারিও স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে ২০১০ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছিল দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা।
এর পর আরো দুইবার দেখা হয়েছিল দুই দলের। ২০১১ সালে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনাকে বিদায় করে দিয়েছিল উরুগুয়ে। আর গত বছর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের মাটিতে লিওনেল মেসির দল ৩-০ গোলে জিতে এর বদলা নিয়েছিল।


মেসি, হিগুয়াইন, মাসচেরানো সহ মূল একাদশের কয়েকজন ফুটবলার চোটের কারণে দলে নেই আর্জেন্টিনার। তবে আলেহান্দ্রো সাবেইয়ার রিজার্ভ বেঞ্চও যে অনেক শক্তিশালী তা আগের ম্যাচেই পেরুকে ৩-১ গোলে হারানো ম্যাচে প্রমাণিত হয়েছিল। আগামী ম্যাচে রিজার্ভ বেঞ্চের আরো কয়েকজন ফুটবলারকে সুযোগ করে দিতে পারেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.