আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, উত্তাল ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেনকে (৫৬) প্রকাশ্যে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১২টার দিকে হরিণাকুন্ডের দখলপুর বাজারে এ ঘটনা ঘটে। হত্যার প্রতিবাদে ঝিনাইদহের ৬টি উপজেলায় বুধবার সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে বিএনপি।

নিহত আবুল হোসেন হরিনাকুন্ডু উপজেলার মহারাজপুর গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে এবং দৌলতপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা সোমবার দুপুর ১টার দিকে হরিনাকুন্ডু আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

এ সময় তারা হরিনাকুন্ডু উপজেলা পরিষদ মোড়ের ১০/১২টি দোকানে ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়। সহিংসতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রশাসন দুপুর দুইটার দিকে বিজিবি মোতায়েন করে।

হরিণাকুন্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, সোমবার বেলা ১২টার দিকে হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি ও ৪নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন ইউনিয়ন পরিষদ থেকে দখলপুর বাজারে আসছিলেন। বাজারে পৌঁছানো মাত্র আগে থেকে ওত্ পেতে থাকা একদল সন্ত্রাসি তার ওপর বোমা নিক্ষেপ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে শত শত মানুষের সামনে তাকে কুপিয়ে হত্যা করে বীরদর্পে স্থান ত্যাগ করে ।

এ ঘটনায় প্রতিবাদে স্থানীয় বিএনপি ও ঝিনাইদহ জেলা বিএনপি লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে হরিণাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এ ঘটণার জন্য কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি'র সভাপতি মসিউর রহমান হরিণাকুন্ডু আওয়ামী লীগের আহবায়ক ও কাপাসাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার জোয়ার্দ্দারকে দায়ী করেন।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.