মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খান আলী রেজা রাজা মারা গেছেন। আজ সোমবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার শোবার ঘরের জানালায় গুলি ও ইট ছোড়ার সময় বিকট শব্দে বুকে ব্যথা অনুভব করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন কিডনি ও হৃদরোগে ভূগছিলেন।
তার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
এদিকে খান আলী রেজার স্ত্রী নূরে আরা কাছে অভিযোগ করেছেন, ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জামায়াত-বিএনপির একটি মিছিল থেকে পরিকল্পিতভাবে তার বাড়ির দোতলার শোবার ঘরের জানালায় গুলি ও ইট ছোড়া হয়। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে তিনি মারা যান। এ মৃত্যুর জন্য বিএনপি-জামায়াত দায়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।