বাড়িতে বসে নিজে নিজে গাড়ি বানানোর কথা রীতিমতো স্বপ্নের মতো লাগতে পারে। কিন্তু সেই স্বপ্নই এখন সত্যি হলো। নিজের গাড়ি নিজে তৈরি করা যায়, এমনই বিস্ময়কর এক ধারণা দিলো জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানি টয়োটা।
টয়োটা জানায়, এ ধারণা অনুসরণ করলে আপনি বাড়িতে বসে নিজেই একটি গাড়ির পূর্ণ নকশা থেকে শুরু করে পুরো কাঠামোই তৈরি করতে পারবেন।
তবে গাড়িটি একটু ছোট্ট দেখাবে।
তবুও নিজের তৈরি করা গাড়ি বলে কথা।
যে কারো পক্ষেই তৈরি করা সক্ষম, এমনভাবেই টয়োটার প্রকৌশলীরা একটি মিনি ভেহিকলের ডিজাইন তৈরি করেছেন। সেকারণে তারা এর নকশা এবং ধারণা সবার জন্য মুক্ত করে দিয়েছেন।
আপনার বাবা-মা ও ভাইবোন সবাই এর ক্যামেট পার্টস নিয়ে একসাথে কাজ করে এমনই একটি আদর্শ গাড়ি সহসায় তৈরি করে নিতে পারবেন।
টয়োটা জানায়, গেল মাসে টোকিওর একটি টয় শোতে এটি প্রদর্শিত হয়েছিল।
গাড়িটিতে চালকের আসন ছাড়াও আরো তিনটি আসন থাকবে।
গাড়িটি কিশোর-তরুণদের জন্য এটি চমৎকার অনুষঙ্গ হতে পারে। তারা অনায়াসে এটি চালাতে পারবে। এমনকি এটি চালাতে শিশুদেরও খুব বেশি কষ্ট করতে হবে না।
টয়োটার প্রকল্প ব্যবস্থাপক কেনজি তুজি বলেন, “এর একসেলেটর, ব্রেক প্যাডেল এবং আসনগুলো এমনভাবে যুক্ত করা আছে যা গাড়িটি চালনায় শিশুদের সক্ষম করে তুলবে।
প্রাপ্ত বয়স্করা এটি চালনার সময় শিশুদের চালনার দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে। ”
গাড়িটি দেখতে শিশু-কিশোরদের জন্য তৈরি মনে হতে পারে। কিন্তু এর প্রকৌশলীরা মনে করেন এটি সব বয়সের জন্যই।
তুজি বলেন, “মূলত একটি সাধারণ গাড়ির সাথে এই গাড়ির কোনো পার্থক্য নেই। এর পাওয়ার ট্রেইন একটি বৈদ্যুতিক মটরের।
একসেলেটর, ব্রেক, ডেশবোর্ড মিটার, আসনসহ এর সবই প্রচলিত গাড়ির মতো। ”
“শুধু মূল পার্থক্যের মধ্যে এটি বেশ ছোট এবং এর আকারটাও শিশুদের মতো করে গড়া। ” বললেন তুজি।
লম্বায় ১২০ সেন্টিমিটার এবং প্রায় ৪ ফিট চওড়ার গাড়িটির গতি ঘণ্টায় প্রায় ৪৪ মাইল। তবে সাধারণত এর গতি ২৮ এর মধ্যেই থাকে।
সূত্র :: বাড়িতে বসে নিজের গাড়ি তৈরি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।