বিসিএস চাকুরী না হওয়ায় বৃহস্পতিবার রাতে ছাত্ররা হামলা চালিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য এমরান কবির চৌধুরীর ফুলার রোডের বাসায়। কারণ হিসেবে জানা যায় ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে চাকুরী না দেয়ায় এ হামলা করেছে ছাত্ররা।
ফুলার রোড আবাসিক এলাকার দারোয়ান ইব্রাহিম ও শহিদুল বাংলানিউজকে বলেন, রাত পৌনে ৯টার দিকে ২০-২৫ জন ছাত্র জোর করে গেট দিয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় আমরা বাধা দিলে তারা গালি দিয়ে বলে- `সামনে থেকে সরে যা।
এরপর তারা গেট দিয়ে প্রবেশ করে এমরান কবিরের বাসায় চলে যায় বলে জানান তারা।
এমরান কবিরের পাশের ফ্লাটের প্রতিবেশীরা জানান, সন্ত্রাসীরা তার বাসার দরজায় লাথি মারতে শুরু করে এবং গালাগাল দিতে থাকে। দরজা না খুললে এক সময় চলে যায় তারা।
উল্লেখ্য যে পিএসসি সদস্য এমরান কবির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং কেন্দ্রীয় যুবলীগের আন্র্তজাতিক বিষয়ক সম্পাদক। এই ক্ষমতা অপব্যবহার করে সে ২৮, ২৯, ৩০ তম বিসিএস এর অনেক ছাত্রের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু চাকুরী দিতে পারেন নি।
কারণ অন্যান্য সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেখানে এই সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগ ছিল স্বচ্ছ ও দূর্নীতীমুক্ত।
তাই তার পক্ষে টাকার বিনিময়ে চাকুরী দেয়া সম্ভব হয় নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।