মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ফোনে আড়ি পাতার ব্যাপারটি ২০১০ সাল থেকেই জানতেন বলে জার্মান গণমাধ্যমে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
তবে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির প্রধান জেনারেল কিথ এ্যালেক্সান্ডার এক বিবৃতিতে বলেছেন, তিনি কখনো এমন কোনো বিষয় প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেননি।
বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। আর ওয়াশিংটনের কাছে বিষয়টির একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবী করেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স পিটার ফ্রেডেরিখ।
ফ্রেডেরিখ বলেন, 'এখন যুক্তরাষ্ট্র নীতিগতভাবে এ বিষয়ে সকল তথ্য উপস্থাপনে বাধ্য। আমরা বিষয়টির পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং আসলে বিষয়টি কী তা জানতে চাই।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।