ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
1.
অঙ্গ জ্বলে রে অনলে
এই পোড়া-দেহ সারা অঙ্গ!
কেমনে রইলা ভুলে
সোনা বউ আমার অনঙ্গ!?
2.
বাঁশপাতা শুকনা বিছানা
খরখর কেন করে?
পুবাল বাতাস আসে বনে
তাকে শুধু মনে পড়ে!
3.
কেউ না বাজাক আমি বাজাই
আমার নিজের ঢোল-
এসেই তুমি দিচ্ছো কেন
উল্টো তালের বোল!?
17.09.2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।