সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ (চ্যাটিং)
: হ্যালো
: হুমম
: চা?
: খাচ্ছো?
: একলা খাই কখনো!
: কখন খাবে?
: তোমারও সুযোগ হলে
: সারাদিন কিছু খাওনি
: সময় হয়নি, তুমিওতো না!
: একলা খাই কখনো!
: চা আনবো?
: আনো
: চা সামনে আমার, তোমার?
: আটকে গেছি ঝড়ে
: রাস্তায়!
: না অচেনা বারান্দায়
: কেন বের হলে?
: এক সাথে খাবো বলে
: কেন পাগলামী করো?
: তুমি পাগল পছন্দ করো বলে
: পাগল
: আরো কয়েকবার বলোনা
: আমি কাঁদবো
: কেন?
: কেন এত ভালোবাসো? কেন এত ভালোবাসি!
: চা টা তো খাও
: একলা খাই কখনো?
: চোখের জলে চা বাড়ছে
: ফেলে দিয়েছি কখন!
: ঢাকায় আজ বৃষ্টি নেই?
: ঝলমলে রোদ, কবে আসবে?
: কত দিন দেখিনা!
: এত কাজ কেন করো?
: সুখে রাখবো বলে
: তুমি আছো, এরচেয়ে বেশী সুখও আছে? সম্ভব!
১৬-০৯-০৮, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।