আমাদের কথা খুঁজে নিন

   

কংক্রিটের ভবন ও মুক্ত পাখি

"অতি বাড় বেড়োনা, ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়োনা, ছাগলে মুরাবে"

পাঁচতলা উঁচু কংক্রিটের ভবন, পুরাতন ভবনটার দক্ষিণ মুখো হয়ে- ঝুলে রয়েছে কিছু লম্বা বারান্দা। শহরের মাঝে হলেও ভবন ঘিরে রয়েগেছে- একটা তাল,সুপারি ও কিছু ছোট গাছের ঝাড় ঘামার্ত দুপুরে জিরিয়ে শিক্ত হওয়ার জন্য- বসে পরা হয় এক টং দোকানে। নিচ থেকে বসে স্যাঁতসেঁতে ভবনটার দিকে তাকেতেই- চোঁখ আটকে যায়। মলিন মুখে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে, চোঁখে ভেসে উঠে- বন্ধ ঘর,খোলা মাঠ,মুক্ত হবার প্রতীক্ষা। হঠাৎ করেই মাথার উপর দিয়ে ভেসে যায়- কিছু ধুসর মেঘ আর এক ঝাঁক মুক্ত পাখি……!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।