আমাদের কথা খুঁজে নিন

   

অবিরাম ছুটে চলা মানুষ/ সাজানো কংক্রিটের স্তুপ, / বড় বড় দালানে জমানো শুধু পাপ / যৌনতা, হিংসা, অহংকার, অভিশাপ;

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " অলস নির্জন প্রাণ মেঘের উপরে উঠে এসে একবার পৃথিবীর পানে তাকাও- অবিরাম ছুটে চলা মানুষ সাজানো কংক্রিটের স্তুপ, বড় বড় দালানে জমানো শুধু পাপ যৌনতা, হিংসা, অহংকার, অভিশাপ; তেলপোড়া সকালের বাতাসে সেখানে নেই জীবনের স্বাদ, মানুষের ভারে ক্লান্ত এই পৃথিবীর মাটি বায়ু জল; নদীর বুকে জাগে চর সেখানেও হিংসা এসে বাধে তার ঘ্র, ক্ষমতার মোহ ছাড়া আর কিছু নেই কারো মনে, কোন অবসর নেই আজ জীবনের দৌড়ে; অলসতায় নির্জনতায় আছে শুধু পেছাবার ভয়, টাকায় বিক্রি হয়ে গেছে এখানে প্রেম আর হয়ে গেছে প্রেমিকার ক্ষয়; এখানে প্রেমের কি আর মানে ? সম্পর্ক ভেঙ্গে গেছে বারবার কী ভীষন টানাপোড়েনে; এবার নিচে একেবারে নেমে এসো ঘাসে আকাশে শুন্যের বুকে দৃষ্টিরে দিয়ে দাও ছুটি- মেঘে মেঘে ভেসে যায় অজানা আহ্লাদ হঠাত হাওয়া এসে ভোলায় বিষাদ; সব ব্যর্থতা দুঃখ জরা ক্লেদ আকাশের বিশালতায় সব নিঃশেষ, রাত্রির চাঁদ আর তারা ভালোবেসে হয় দিশেহারা; এখানে মুগ্ধ নয়ন এই আকাশের নিচেই হোক আমাদের যুগল শয়ন, যেখানে সভ্যতা ফেলেনা তার নির্মম ছাপ নেই ব্যস্ত জীবনের ক্লান্ত অভিশাপ; এই মহাশুন্য জগতের পারে ডুবে যাক মিথ্যে হোক সব সভ্যজগতের কর্মব্যস্থতার মানে; আমি আর তুমি মাটিতে মাথা রেখে আকাশের অসভ্য অলসতায় করে যাই স্নান; নিশ্চিত করি আজ ভালোবেসে দুটি অজানা অলস মনে দুজনের আমৃত্যু স্থান । (অলস নির্জন প্রাণ, ডি মুন, ০৭/০৫/২০১৩, রাত ০১;৩৩)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।