বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের শেষ দিনে মেহেরপুর সদর উপজেলার রাজনগরে বিক্ষোভ মিছিল, সড়ক অবেরোধ ও আওয়ামীলীগের কার্যলয়ে অগ্নি সংযোগ ও পুলিশকে লক্ষ করে কককটেল নিক্ষেপ করছে হরতাল সমর্থকরা।
অন্য দিকে মেহেরপুর জেলা বিএপি (আনছারুল গ্রুপ) শাহাজিপাড়াস্থ অফিসের মধ্যে নেতা কর্মীদের অবরুদ্ধ করে রেখেছে মেহেরপুর থানা পুলিশ।
আজ ভোর ৬ টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে হরতালের সমর্থনে বিক্ষোভ করতে থাকে জামায়াত শিবির কর্মীরা। এ সময় তারা টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। একই সময়ে পিকেটারদের আরেকটি অংশ স্থানীয় আওয়ামীলীগদের একটি ঘাটিতে অগ্নি সংযোগ করে তা পুড়িয়ে দেয়।
খবর পেয়ে মেহেরপুর সহকারী পুলিশ সুপার আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছালে জামায়াত শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। পুলিশ অবিষ্ফোরিত অবস্থায় ককটেলটি উদ্ধার করে। এসময় পুলিশ পিকেটারদের ধাওয়া করলে পিকেটারররা এদিকে ওদিক পালিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানা গেছে।
অপর দিকে বেলা ১২ টার দিকে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনছারুল হকের নেতৃত্বে বিএনপি'র শাহজীপাড়াস্থ কার্যালয় থেকে মিছিল বের করার চষ্টো করলে এস আই কামালের নেতৃত্বে প্রায় ১ প্লাটুন পুলিশ পুরো অফিস ঘিরে নেতা কর্মীদের অবরুদ্ধ করে রেখেছে। এ সময় পুলিশ বাধা পেয়ে দলীয় নেতাকর্মীরা অফিসের ভিতরেই বিভিন্ন শ্লোগান দিচ্ছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।