আমাদের কথা খুঁজে নিন

   

মেহেরপুরে ভুট্টার ফলনবিপর্যয়

মেহেরপুর জেলায় এবার ভুট্টাচাষিরা ফলন বিপর্যয়ে পথে বসেছে। বিভিন্ন কোম্পানির কাছ থেকে বীজ কিনে জমিতে ভুট্টা লাগিয়ে প্রতারিত হয়েছে। শতকরা ৬০ ভাগ গাছে মোচা আসেনি। ফলে লোকসানের মুখে পড়েছে চাষিরা। গতবার ফলন ও দাম ভালো পাওয়ায় চাষীরা এবার অধিক পরিমাণে ভুট্টার আবাদ করেছে।

চাষিদের ভুট্টা চাষে আগ্রহ বাড়ায় চাষিদের কাছে পেট্রোকেম বাংলাদেশ কোম্পানির পাইনিয়র ও ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজের এলিট বীজ প্রতিনিধিরা উচ্চফলনসহ বিভিন্ন প্রকার আশ্বাস দিয়ে বীজ সরবরাহ করে। সরল বিশ্বাসে চাষিরা সেই বীজ জমিতে লাগিয়ে চরমভাবে প্রতারিত হয়েছে। জমিতে গাছ ভালো দেখা গেলেও অধিকাংশ গাছে ভুট্টার মোচা আসেনি। কৃষি বিভাগের হিসাবে এবার জেলায় ভুট্টার আবাদ হয়েছে প্রায় ৪ হাজার ২০০ হেক্টর জমিতে। যা গতবারের চেয়ে দ্বিগুণ।

মদনাডাঙ্গা গ্রামের ভুট্টাচাষি আব্দুল হান্নান জানান, চলতি মৌসুমে তিনি ৩ বিঘা জমিতে এলিট বীজ রোপণ করেন। কিছুদিনের ভিতরে ভুট্টা গাছ ভালো দেখা গেলেও জমির অধিকাংশ গাছে ভুট্টার মোচা আসেনি। তিনি আরও জানান, ভুট্টাচাষে এবার তার খরচ হয়েছিল ৪৫ হাজার টাকা কিন্তু মোচা না ধরায় এক টাকাও সে ঘরে তুলতে পারবে না।

আমঝুপি গ্রামের মজিবার রহমান জানান, তার সহ গ্রামের অনেক চাষি তাদের জমির ভুট্টা গাছে ফলন না আসায় ভুট্টা গাছ কেটে গরুকে খাইয়ে দিচ্ছে। ভুট্টাচাষি রমজান আলী বলেন, পেট্রোকেম বাংলাদেশ কোম্পানির পাইনিয়র ও ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজের এলিট বীজ কোম্পানি অধিক ফলন হবে বলে আমাদের কাছে বীজ বিক্রয় করে।

কিন্তু এখন আমার জমিতে ৯০ ভাগ গাছে কোনো মোচা আসেনি। মোচা না আসায় খরচের টাকা তুলতে পারব না, আমি এখন পথে বসে গেছি। মেহেরপুর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আশরাফুল আলম জানান, চাষিরা বিভিন্ন স্থান থেকে ভুট্টার ভি নাইনটি টু বীজ সংগ্রহ করে জমিতে রোপণ করে তারা প্রতারিত হয়েছে। এ ব্যাপারে কৃষি বিভাগ চাষিদের ক্ষতি পোষাতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে তিনি জানান।

হাইটেক এগ্রো সিডের প্রতারণায় পথে বসেছে আলু চাষিরা : রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, রাজশাহী হাইটেক এগ্রো সিডের প্রতারণার শিকার হয়েছেন রাজারহাট তিস্তার চরসহ বিভিন্ন এলাকার আলু চাষিরা।

ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, হরতাল ও অবরোধে বীজ সংকটের সুযোগে রাজশাহীর হাইটেক এগ্রো সিড ডায়মন্ড কার্ডিনাল এ/বি গ্রেড জাতের প্যাকেটের ভেতরে লোকাল ও নিম্নমানের আলু প্যাকেট করে অধিক মূল্যে বাজারজাত করছে। আর এসব আলু জমিতে বপনের পর বিভিন্ন জাতের আলুর চারা গজায় এবং বিভিন্ন রোগে খেত নষ্ট হতে থাকে।

হাইটেকের টেকনিক্যাল ম্যানেজার মাসুম জানান, আমাদের আলু সরকারিভাবে পরীক্ষিত এখানে ডিলাররা কোনো সমস্যা করতে পারেন। তবে এ ব্যাপারে জানতে উপজেলা কৃষি অফিসারকে ফোনে পাওয়া যায়নি।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.