আমাদের কথা খুঁজে নিন

   

ফরহাদ মজহারকে গ্রেফতারের দাবি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), এর অঙ্গ ইউনিয়নের নেতারা গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা এ ধরনের হামলায় সরাসরি উস্কানিদাতা হিসেবে ফরহাদ মজহারকে 'গণমাধ্যমের শত্রু' হিসেবে চিহ্নিত করে অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা এ আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর  করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুর জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাক শাবান মাহমুদ,  চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকবারুল হাসান মিলস্নাত ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ ইচ এম আখতারুজাজামান ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর আলম আর্টিস্ট  ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গণি খান রিমন ও সাধারণ সম্পাদক সাকিরুল কবির, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী ইয়াসিন ও সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চেৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদ সারোয়ার সোহেল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।