আমাদের কথা খুঁজে নিন

   

স্যাটায়ারঃ পাগল ও শিশু তত্ত্বেই সমাধান

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

মাননীয় প্রধান বিরোধীদলীয় নেত্রী আজ থেকে ৭ বছর আগে একটা কথা বলেছিলেন - "পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। " কথাটি নিয়ে তখন নানা জনে নানা সমালোচনা করলেও আজ তা চরম বাস্তব। যা হোক, আমি অত ক্যাঁচালে না গিয়ে এই সংকটময় সময়ের জন্যে একটা সমাধান দিতে চাই। সমাধানটি এই উক্তি থেকেই বেড় করেছি।

নিরপেক্ষ নির্বাচনের জন্যে চাই নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ/অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় তাই আমাদের সামনে একটাই সমাধান রয়েছে। পাগল ও শিশুদের নিয়ে উপদেষ্টা পরিষদ/অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। নিচে কিছু ছবি দেয়া হল, তাদের মধ্য থেকে দুই দলকে ৫-৫ করে ১০ জন বেছে নেয়ার আহবান জানাচ্ছি। এখানে কয়েক জনের নাম বিশেষ প্রকৃয়ায় এসেছে, যেমন খোকা বাবু তার নামের কারনে শিশু কোটায় আসতে পারেন।

একজন আছেন বৌ পাগলা। একটা আত্মবিশ্বাসী বাচ্চার ছবি ফেসবুকে খুব পপুলার হয়েছে, তার ছবি ও দিয়ে দিলাম। আরেক জন আছেন নূরু পাগলা, লোকে সুধু তার নাম শুনেছে, কেউ তাকে কখনও দেখে নি। নিচে গাঁজা সেবনরত অবস্থায় তাকে দেখা যাচ্ছে। (পাঠক চাইলে আরো সাজেশন যোগ করতে পারেন)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।