সমালোচনার প্রথম শর্তই হচ্ছে সততা, আর প্রশংসার দ্বিতীয় শর্ত হল মিথাচার।
স্টেডিয়ামে আমি একা দর্শক, খেলাটি আপাতত স্থগিত। সেই সুযোগে জায়ান্ট স্ক্রিন এখন গভীর ঘুমে। শহরের ছদ্মবেশী সোডিয়াম বাতি গুলো এখন ফ্লাড লাইটের দায়িত্বে। দ্বিপাক্ষিক চুক্তির আশায় একটি একপাক্ষিক চুক্তি সম্পাদন।
একপাক্ষিক চুক্তি গুলো অবমাননা হয়ে যায় যেকোনো সময়। তার বিনিময়ে কয়েকটা দিন অবাঞ্ছিত হয়ে যায় অবলীলায়।
রাতের সঙ্গী আজ ঘন কুয়াশা। তারারা আটকা পড়েছে এই কুয়াশার অবরোধে। কুয়াশার চাঁদর কেটে এগিয়ে যাচ্ছি আমরা।
আমাদের চাঁদ গেছে আমাবস্যার বাড়ি, ফিরে আসবে পূর্ণিমাকে সাথে নিয়ে। পূর্ণিমাহীন সোডিয়ামের আলোতে স্নান করে আমার অবসাদের ছুটি। অবসাদ আর ক্লান্তি প্রেমিক প্রেমিকা। ওদের ঘরে জন্ম নেয় শান্তি আর ঘুম। শহর এখন ঘুমে আচ্ছন্ন, স্টেশনের সবেচেয়ে মাতালটিও নেশা ভুলে ঘুমে মরেছে।
স্টেশনের প্লাটফরমের সাথে বিচ্ছেদের আগে ট্রেনের শেষ আর্তনাদ। সেই আর্তনাদে ভয় পেয়ে যাওয়া কুকুরের ঘেউ ঘেউ। সেই কুকুরটিও আমাদের সঙ্গী হোক।
সময় এগিয়ে যায় শেষরাতের কাছে। শেষরাত চিঠি লিখছে ভোরকে, সে ফিরবে সূর্যকে নিয়ে।
টকটকে লাল সূর্যের জন্মে উপস্থিত হবে সকাল, আলো আর স্নিগ্ধতা। একদিন সেই সূর্যের বিয়ে হবে বসন্তের সাথে। সে কারনেই ইদানিং সে লজ্জায় শেষ। সূর্যের বিয়েতে আমন্ত্রিত বসন্তের ফুল আর নতুন জন্ম নেয়া কচিপাতা। সেদিন দ্বিপাক্ষিক চুক্তি হবেই হবে।
তাও প্রতিরাতে আমরা সবাই জেগে থাকি নতুন ভোরের আশায়, এই শীতের উষ্ণতায়।
(২০/১২/২০১৩)
***************************************************************
***************************************************************
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।