আমাদের কথা খুঁজে নিন

   

কালো টিপ ( কোবতে )

সাদা মনের সাদা কথা বলি

শুরুতে , শেষে তুমি আর মাঝখানে আমি এই চক্রের মধ্যেই ছিল তোমার আমার ভালোবাসার কালোছায়ার খেলা খেলেছিলে তুমি , দেখেছিলাম আমি কখনো বুঝিনি এই খেলায় আমি একজন খেয় হারানো দর্শক তোমার চুমুতে ছিল বিষ , গিলেছি আমি মধু ভেবে তোমার কথায় ছিল কাঁটা , শুনেছি আমি আবেগের নিঃস্বার্থ বার্তা । কিনে ছিলাম তোমার জন্য কয়েক পাতা কালো টিপ পড়নি তুমি , বলেছিলে লাল টিপে মানায় আমায় ভাল ভাল কথা , কিন্তু তুমি কি জানতে কি আর দশের কথা তাঁদের মত আমিও বলাতাম কালো টিপে মানায় তোমায় ভালো অবুঝ পরী বুঝতে না তুমি এই পাগল প্রেমিক এর কথা ঘুরে ফিরেই তোমার কপালে শোভা পেত লাল টিপের মেলা ... কিনে ছিলাম তোমার জন্য কয়েক পাতা কালো টিপ পড়নি তুমি , বলেছিলে লাল টিপে মানায় আমায় ভাল ভাল কথা , কিন্তু তুমি কি জানতে কি আর দশের কথা তাঁদের মত আমিও বলাতাম কালো টিপে মানায় তোমায় ভালো অবুঝ পরী বুঝতে না তুমি এই পাগল প্রেমিক এর কথা ঘুরে ফিরেই তোমার কপালে শোভা পেত লাল টিপের মেলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.