আমাদের কথা খুঁজে নিন

   

একখানা চুশীল(!) "গালবাজি শো" থুক্কু "টকশো" (স্যাটায়ার )



উপস্থাপক:চুশীল সাহেব,দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার অভিমত কী? চুশীল(1)-দেখুন,আমি আগেই বলেছি,,দেশ একটা সংকটের দিকে যাচ্ছে! (গত দু বছরে 180 বার বলছে ) বিরোধী দল এ সংকট নিরসনে কোন আগ্রহ দেখাচ্ছেনা! উনারা কিছু অসাংবিধানিক দাবি রেখে সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছেন।(চুশীল(2) রাগে টেবিল চাপড়াবে) চুশীল(2):এই সংকটটা সরকার তৈরী করেছে। এই স্বৈরাচারী সরকারের লুটপাটে দেশের মানুষ অতিষ্ঠ!জাতি এ সরকারের পতন চায় ! (ওদিকে চুশীল(2) দাত কিলিয়ে উঠবেন) চুশীল(2):আপনারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। এদেশে স্বাধীনতাবিরোধী দেরকে জাতি ক্ষমতায় দেখতে চায়না!! (ওদিকে চুশীল(1) ও সেই বাসি কাহিনীগুলো বলতে থাকবেন) উপস্থাপক:আমাদের হাতে সময় একদম নেই! আপনারা দুজনেই অতি সংক্ষেপে বলুন,কীভাবে এই সংকটের সমাধান সম্ভব? চুশীল(1)&(2):দুই নেত্রীকে আলোচনায় বসতে হবে।আলোচনা ছাড়া কোন সমাধান নেই!!(এরপর আবার দুজন দুজনের দিকে উত্তপ্ত বাক্য ছুড়বেন) এই একই পাগলপ্রলাপ আর সমাধানের কথা শুনছি গত বছর থেকেই!সেই একই কাহিনী - একই ঝগড়া!! সমঝোতায় আসতে হলে "আলোচনা" যে জরুরী সেটা দুই নেত্রীই জানেন। তবে কথা হল,"উনারা সমঝোতা চাননা,,প্রতিপক্ ষকে ছাড় দিতে চাননা,,শুধু নিজেরটা নিয়েই গান গাইতে থাকেন"! বর্তমানে,টিভিতে আম্মু যখন স্টার & জি উপসর্গযুক্ত চ্যানেলগুলো দেখেন তখন যতটা বিরক্ত লাগে ,,তার চেয়ে অনেক বেশী বিরক্ত লাগে এই "গালবাজিশো" দেখলে।কখন এর শেষ হবে?------ আমি জানিনা!!সেটা সম্ভবত নেত্রীরাই জানে!!!আপ্নেরা কিছু জানেন???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।