পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনি গত সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, আগামীতে তিনি নমিনেশন চাইবেন না ।
এ খবর গত মঙ্গলবার 'দৈনিক বাংলাদেশ প্রতিদিন' পত্রিকাতে প্রকাশিত হওয়ার পরে গলাচিপা-দশমিনার আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ সাধারন জনগণের মাথায় যেন বাজ পড়েছে। নির্বাক ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে নেতাকর্মীরা। মনে হয় কে যেন তাদেরকে সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছেন। তাদের মতে, এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে গোলাম মওলা রনিকে মনোনয়ন না দিলে অনায়েসেই সুযোগ নিবে বিএনপি।
এককথায় আসনটি তুলে দেয়া হবে বিএনপির হাতে।
এম পি রনির কাছে তাদের একটাই প্রশ্ন- ১ লক্ষ ২৫ হাজার ভোটারদের তিনি কার কাছে রেখে গেলেন, কোথায় রেখে গেলেন? এলাকাবাসিকে কিছু না জানিয়ে তিনি কেন এত বড় সিদ্ধান্ত নিলেন, তা তারা জানতে চায়। তাদের মতে, সাধারন জনগণতো এম পি রনিকে কোনদিন ব্যথা দেয়নি, বরং তাকে ব্যথা দিয়েছে গুটি কয়েক সংস্কারপন্থী আওয়ামীলীগ নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে গোলাম মওলা রনি বলেন, আমার সেই ফেসবুক স্ট্যাটাসের পর অনেকেই ফোন করেছেন। জানিয়েছেন তাদের ক্ষোভ।
তাদের একটাই দাবি আমি যেন এ আসন থেকেই নির্বাচন করি। জনগনের এ ভালবাসা আমি আপ্লুত। নির্বাচন যদি করতে হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই করবো। এবার আর দলীয় মনোনয়নে যাবনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।