মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টপকে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার প্রকাশিত ফোর্বস সাময়িকীর নতুন সংখ্যায় এ তালিকা প্রকাশ করা হয়।
মূলত সিরিয়া-সংকট সমাধানে নেতৃত্বের প্রভাব বিস্তারে ওবামাকে হটানোর বিষয়টি পুতিনের ক্ষমতার পাল্লা ভারী করে তুলেছে।
তিন বছর ধরে এ তালিকার প্রথম অবস্থান দখল করে রেখেছিলেন ওবামা। প্রথমবারের মতো তাঁকে টপকে শীর্ষস্থান দখল করে নিলেন পুতিন।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ১৩ বছরের শাসনকালে রাশিয়ার ওপর নিজের নিয়ন্ত্রণকে একীভূত করতে সমর্থ হয়েছেন পুতিন। অন্যদিকে পর পর দুই মেয়াদে খুব একটা সাফল্য দেখাতে পারেননি ওবামা। মার্কিন সরকারের সাম্প্রতিক ‘শাটডাউন’ এর সর্বশেষ উদাহরণ।
উল্লেখ্য, ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, চতুর্থ পোপ ফ্রান্সিস, পঞ্চম জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।