দরকারি পোস্ট হলেও হতে পারে। পড়ে দেখতে পারেন।
স্প্যানিশ ভাষা (Español- এস্পানিওল্) ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের রোমান্স শাখার একটি ভাষা। বাকি সব রোমান্স ভাষার মত স্প্যানিশ ভাষাও একটি প্রাকৃত লাতিন ভাষা থেকে উৎপত্তি লাভ করে; এই প্রাকৃত ভাষাটি আইবেরীয় উপদ্বীপে (বর্তমান স্পেনে) প্রচলিত ছিল। ১৬শ শতকে স্প্যানিশ উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে এটি দুই আমেরিকা মহাদেশ, ফিলিপিন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এটি প্রায় ৩৯ কোটি লোকের মাতৃভাষা, এবং সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪১ কোটি লোক এই ভাষায় কথা বলেন। এদের অধিকাংশই স্পেন ও দক্ষিণ আমেরিকায় বাস করেন। মেক্সিকো স্প্যানিশ ভাষীর সংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ। তারপরেই আছে কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেনের অধিবাসীরা স্প্যানিশ ভাষাকে অন্যান্য জাতীয় ভাষার সাথে তুলনার সময় এস্পানিওল (Español) নামে ডাকেন।
আবার এটিকে স্পেনের অন্যান্য আঞ্চলিক ভাষার (যেমন- কাতালান, গালিসীয়, বা বাস্ক) সাথে তুলনার সময় কাস্তেইয়ানো (Castellano) নামে ডাকা হয়। স্প্যানিশ ২২টি দেশের সরকারী ভাষা; সেই সাথে জাতিসঙ্ঘ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
অনেক প্যাঁচাল পাড়া গেল। এবার কাজের কথায় আসি।
ভাষা হিসেবে আমার মনে হয়েছে স্প্যানিশ শেখা তুলনামূলক অনেক সহজ।
কেন? কারণ- ইংরেজি ভাষার সাথে অনেক মিল। তো চলুন শুরু করা যাক।
কোন ভাষা শেখার সময় সবার আগে জানতে হয় সে ভাষার বর্ণমালা। স্প্যানিশ ভাষায় কয়টি বর্ণ আছে? প্রশ্নের উত্তরটা একটু কনফিউজিং। তবে চিন্তার কিছু নেই।
ইংরেজি ভাষায় যে ২৬ টি বর্ণ আছে সেগুলোই মূলত স্প্যানিশ ভাষায় আছে। অতিরিক্ত আর আছে মাত্র চারটি বর্ণ। এর মধ্যে আবার ñ (এনেঁ) বাদে বাকি তিনটির ব্যবহার বর্তমানে খুব একটা নেই। তো যাই হোক। আমরা সব গুলো নিয়েই আলোচনা করবো।
ব্র্যাকেটের ভেতরে বর্ণগুলোর নাম আর হাইফেনের পরে উচ্চারণ দেয়া হল।
প্রথমে ইংরেজির সাথে মিল রেখে ২৬ টি স্প্যানিশ বর্ণ দেয়া হল-
a (আ) - আ
b (বে) - ব
c (সে) - ক; তবে e এবং iএর পূর্বে "স" এর মত
d (দে) - দ
e (এ) - এ
f (এফে) - ফ
g (গে) - গ; তবে e এবং i এর পূর্বে "খ/হ" এর মত
h (আচে) - উচ্চারিত হবে না
i (ই) - ই
j(খোতা) - হ
k (কা) - ক
l(এলে) - ল
m (এমে) - ম
n (এনে) - ন
o (ও) - ও
p (পে) - প
q (কু) - ক
r (এররে) - র
s (এসে) - স
t (তে) - ত
u (উ) - উ
v (উবে) - ব (b এর মত v এর উচ্চারণ ও "ব" হবে)
w (উবে দব্লে) - ওয়
x (একিস) - ক্স (ইংরেজি x এর মত)
y (ইগ্রিয়েগা) - ই
z (সেতা) - স
বাকি চারটি-
ch (চে) - চ
ll (এয়্যে) - য়্য
ñ (এনেঁ) - নঁ
rr (এররে) - র (তবে শব্দের মধ্যে বসলে দ্বিত্ব উচ্চারণ হয়)
বর্ণমালা তো চিনে গেলেন; খুব কি কঠিন? অনেকটাই ইংরেজির মতো। ঠিক নয় কি? এবার আসুন দু চারটি শব্দ শিখে নেই-
¡hola! (ওলা; যেহেতু, h এর উচ্চারণ নেই) - হ্যালো!
¡buenos dias! (বুয়েনস দিয়াস) - সুপ্রভাত!
¡buenos tardes! (বুয়েনস তারদেস) - শুভ রাত্রি!
¡adios! (আদিওস) - শুভ বিদায়!
একটা জিনিস খেয়াল করেছেন কি? আমি শব্দ গুলোর আগে ও পরে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি।
মনে রাখুন- স্প্যানিশ ভাষায় প্রশ্নবোধক এবং আশ্চর্যবোধক শব্দ বা বাক্যের শুরু এবং শেষ উভয় জায়গায় চিহ্ন ব্যবহার করা হয়।
তাহলে আজকে এ পর্যন্তই।
যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে gracias (গ্রাসিয়াস) - ধন্যবাদ। ও ভালো কথা বলা হয় নি; স্প্যানিশ ভাষায় স্প্যানিশ এলফাবেট গুলোকে বলা abecedario (আবেসেদারিও)। দরকারি পোস্ট হলেও হতে পারে। পড়ে দেখতে পারেন।
স্প্যানিশ ভাষা (Español- এস্পানিওল্) ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের রোমান্স শাখার একটি ভাষা।
বাকি সব রোমান্স ভাষার মত স্প্যানিশ ভাষাও একটি প্রাকৃত লাতিন ভাষা থেকে উৎপত্তি লাভ করে; এই প্রাকৃত ভাষাটি আইবেরীয় উপদ্বীপে (বর্তমান স্পেনে) প্রচলিত ছিল। ১৬শ শতকে স্প্যানিশ উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে এটি দুই আমেরিকা মহাদেশ, ফিলিপিন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটি প্রায় ৩৯ কোটি লোকের মাতৃভাষা, এবং সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪১ কোটি লোক এই ভাষায় কথা বলেন। এদের অধিকাংশই স্পেন ও দক্ষিণ আমেরিকায় বাস করেন। মেক্সিকো স্প্যানিশ ভাষীর সংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ।
তারপরেই আছে কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেনের অধিবাসীরা স্প্যানিশ ভাষাকে অন্যান্য জাতীয় ভাষার সাথে তুলনার সময় এস্পানিওল (Español) নামে ডাকেন। আবার এটিকে স্পেনের অন্যান্য আঞ্চলিক ভাষার (যেমন- কাতালান, গালিসীয়, বা বাস্ক) সাথে তুলনার সময় কাস্তেইয়ানো (Castellano) নামে ডাকা হয়। স্প্যানিশ ২২টি দেশের সরকারী ভাষা; সেই সাথে জাতিসঙ্ঘ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
অনেক প্যাঁচাল পাড়া গেল।
এবার কাজের কথায় আসি।
ভাষা হিসেবে আমার মনে হয়েছে স্প্যানিশ শেখা তুলনামূলক অনেক সহজ। কেন? কারণ- ইংরেজি ভাষার সাথে অনেক মিল। তো চলুন শুরু করা যাক।
কোন ভাষা শেখার সময় সবার আগে জানতে হয় সে ভাষার বর্ণমালা।
স্প্যানিশ ভাষায় কয়টি বর্ণ আছে? প্রশ্নের উত্তরটা একটু কনফিউজিং। তবে চিন্তার কিছু নেই। ইংরেজি ভাষায় যে ২৬ টি বর্ণ আছে সেগুলোই মূলত স্প্যানিশ ভাষায় আছে। অতিরিক্ত আর আছে মাত্র চারটি বর্ণ। এর মধ্যে আবার ñ (এনেঁ) বাদে বাকি তিনটির ব্যবহার বর্তমানে খুব একটা নেই।
তো যাই হোক। আমরা সব গুলো নিয়েই আলোচনা করবো।
ব্র্যাকেটের ভেতরে বর্ণগুলোর নাম আর হাইফেনের পরে উচ্চারণ দেয়া হল।
প্রথমে ইংরেজির সাথে মিল রেখে ২৬ টি স্প্যানিশ বর্ণ দেয়া হল-
a (আ) - আ
b (বে) - ব
c (সে) - ক; তবে e এবং iএর পূর্বে "স" এর মত
d (দে) - দ
e (এ) - এ
f (এফে) - ফ
g (গে) - গ; তবে e এবং i এর পূর্বে "খ/হ" এর মত
h (আচে) - উচ্চারিত হবে না
i (ই) - ই
j(খোতা) - হ
k (কা) - ক
l(এলে) - ল
m (এমে) - ম
n (এনে) - ন
o (ও) - ও
p (পে) - প
q (কু) - ক
r (এররে) - র
s (এসে) - স
t (তে) - ত
u (উ) - উ
v (উবে) - ব (b এর মত v এর উচ্চারণ ও "ব" হবে)
w (উবে দব্লে) - ওয়
x (একিস) - ক্স (ইংরেজি x এর মত)
y (ইগ্রিয়েগা) - ই
z (সেতা) - স
বাকি চারটি-
ch (চে) - চ
ll (এয়্যে) - য়্য
ñ (এনেঁ) - নঁ
rr (এররে) - র (তবে শব্দের মধ্যে বসলে দ্বিত্ব উচ্চারণ হয়)
বর্ণমালা তো চিনে গেলেন; খুব কি কঠিন? অনেকটাই ইংরেজির মতো। ঠিক নয় কি? এবার আসুন দু চারটি শব্দ শিখে নেই-
¡hola! (ওলা; যেহেতু, h এর উচ্চারণ নেই) - হ্যালো!
¡buenos dias! (বুয়েনস দিয়াস) - সুপ্রভাত!
¡buenos tardes! (বুয়েনস তারদেস) - শুভ রাত্রি!
¡adios! (আদিওস) - শুভ বিদায়!
একটা জিনিস খেয়াল করেছেন কি? আমি শব্দ গুলোর আগে ও পরে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি।
মনে রাখুন- স্প্যানিশ ভাষায় প্রশ্নবোধক এবং আশ্চর্যবোধক শব্দ বা বাক্যের শুরু এবং শেষ উভয় জায়গায় চিহ্ন ব্যবহার করা হয়।
তাহলে আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে gracias (গ্রাসিয়াস) - ধন্যবাদ। ও ভালো কথা বলা হয় নি; স্প্যানিশ ভাষায় স্প্যানিশ এলফাবেট গুলোকে বলা abecedario (আবেসেদারিও)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।