প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
তোমাকে ভালোবাসতে আমি সৌন্দর্য আর নন্দনতত্ত্বের বিদ্যালয়ের ভর্তি হয়েছি
শাফিক আফতাব................
তোমার জন্য জমিয়ে রেখেছি খাটিঁ গাইয়ের ঘি, একবোতল পুলকের রস
তোমার জন্য জমিয়ে রেখেছি অনাঘ্রাত ভালোবাসা, প্রাণের ফুরফুরে উত্তাপ
তোমার জন্য কিনে রেখেছি সরিষা ইলিশ. বানিয়েছি শীতের পিঠা, অনুভব মচমচ
তোমার জন্য আমি সারারাত্রি জাগি লিখেছি প্রেমবিনিময়ের সাবলীল সংলাপ।
তোমার জন্য আমি পুঁজিবাদী মন বিকিয়ে দিয়েছি সস্তাদরে কাঁচাবাজারে
তোমাকে ভালোবাসতে আমি সৌন্দর্য আর নন্দনতত্ত্বের বিদ্যালয়ের ভর্তি হয়েছি
তোমাকে ভালোবাসতে তোমার পছন্দ আর ভালোলাগার গভীরে
ঢুকে তিলতিল করে গড়েছি সৌধ, কত উপহার বিদেশে থেকে আমদানী করেছি।
প্রথমরাতে তোমার অজস্র ফুলের ফুলবতী বিছনার জন্য আমি নিজে মালি হয়েছি
নিবিড় পরিচর্যায় টাটকা আর পবিত্র ফুলের স্তুপে ভরিয়েছি তোমার মন
ভোরের স্নানের জন্য আমি পৈত্রিক ভিটায় দীর্ঘল দিঘি খনন করেছি
তোমাকে সম্মানিত করতে আমি তোমাকে দিয়েছি আমার কায়িকশ্রমের পণ।
এতকিছু করে তোমাকে ভালোবেসে পাওয়া গেলো না তোমার পরিপূর্ণ মনের প্রকাশ
ভালোবাসা তাহলে স্বর্গেই থাকে__পৃথিবীতে তার মাত্র বুঝি একটু প্রকাশ।
৩১.১০.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।