প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
অন্তমিল
শাফিক আফতাব...............
তোমার বুকে মাথা গুজেঁ দেখলাম___এ এক মালদ্বীপ__
পর্যটনের জন্য বেশ নৈসর্গিক এক অনুপম দৃশ্য __
যখন আবার তুমি খুলে দাও মাথার ক্লিপ ;
তখন বেশ অবারিত হয়ে আসে আমার মনোবিশ্ব।
চুলের বিন্যাসে আকাশের মেঘমালা মেলে তার পাখা __
তখন উর্বর আর ভুরভুরে হয়ে আসে তোমার মৃত্তিকামন,
স্রোতস্বতী হয়ে আসে পৃথিবীর নদীদের শাখা __
তারায় তারায় ভরে ওঠে নিঝুমরাত্রি গগন।
শরীরর খোলস খুল খেলে দুজন শিল্পীর নান্দনিক ভাস্কর,
উত্তাপ বিনিময় করে দুটিপ্রাণ স্নান করে আবহমানতার জলে __
দেয়ানেয়া__আর কবিতা গানে জড়িয়ে যাই ছন্দের জালে।
তোমার আমার দেহের সুবাসে রাত্রির বাতাস হয় গাঢ়নীল
নদীরা চলে আপন ছন্দে__ দেখে আমাদের অন্তমিল।
৩১.১০.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।