১২.১২.১২
তারিখটায় সংখ্যার অন্তমিল বড়ই চমৎকার। অনেকের প্রত্যাশা ছিল চমৎকৃত সংখ্যামিলের সঙ্গে দিনটিও চমৎকার যাবে। অনেক বন্ধুই জানালো দিনটি নিয়ে তাদের নিজস্ব ভাবনার কথা। প্রিয়সীদের আবদার ছিল প্রিয় মানুষটিকে নিয়ে সারদিন কাটানোর। একান্তে নিজেদের করে।
কেউ কেউ আবার প্রিয়জনকে অবাক করে দিতে দিনটি ঘিরে
তবে পৃথিবীর বৃহত বদ্বীপ রাষ্ট্রের রাজধানী ঢাকায় দিনটি কেমন ছিল...............। হেমন্তের কুয়াশাচ্ছন্ন কিছুটা ঘোলা আকাশে ছিটেফোটা রোদ ছিল। নগরবাসী অন্যদিনের চেয়ে খুব ভোরেই নেমে গিয়েছিল রাস্তায়। বিরাট অবরোধ ও হরতাল শেষে একটি কর্মদিবস আবার পরেরদিন হরতাল। রাজপথ.........অলিগলি.........কোথাও ফাঁকা নেই।
মানুষ..........দু’চাকা, তিন চাকা, চার চাকায় মাখামাখি। এরমধ্যে আবার ছিল ঈদগাহে.........জানাজায় অংশগ্রহণে বিপুল জনস্রোত। বঙ্গবন্ধু এভিনিউয়ে ক্ষমতাসীন দলের কর্মসূচী। বাহ.......চমৎকার সব মিলে ঢাকা ছিল লোকে লোকে ঢাকা। আর সন্ধ্যায় বাসে আর টেক্সিতে পিকেটারদের প্রজ্জ্বলিত আগুন।
এরমধ্যে রোমান্স............একটু বেমানান। আছে জনমনে ভয়, ভীতি.......যেখানে নেই ভালোবাসা...মমতা...স্বপ্ন আর আশা।
আমি আশাবাদী.............আশায় থাকি সত্যিকারের চমৎকার একটি দিনের অপেক্ষায়। যে দিনটি কেবল সংখ্যামিলে নয়, হবে বাস্তবিক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।