আমাদের কথা খুঁজে নিন

   

অনুভবে আছে মনের অন্তমিল

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না! যখন তোমার কিছুই লাগেনা ভালো বাতাসের গায়ে হতাশার জাল বোনো চোখের পাতায় বৃষ্টির ফোটা নামে ভীষন আবেগে আকাশের তারা গোনো ভেবে নিও তুমি একা নও আমি আছি তারা হয়ে- যেই তারাটার আলো নীল যদিও হয়না যাওয়া খুব কাছাকাছি অনুভবে আছে মনের অন্তমিল যখন তোমায় ক্লান্তিরা ভর করে দ্রুত সরে যায় পায়ের তলার মাটি সব ভুলে তুমি স্বেপ্নর ডানা মেলো দেখবে বাগান ফুলে ফুলে পরিপাটি কেবল কমুঠো স্বপ্নের মেঘ ছাড়া হয়তো তোমায় কিছুই দেয়নি আমি তাই নিয়ে তুমি সুর্যের কাছে যেও দেখবে সেসব স্বপ্নরা কত দামি স্বপ্নের মেঘ জল হয়ে একদিন আসবেই নেমে তোমার মাটির বুকে ফসলে ফসলে মাঠ হবে উর্বর মনে রেখো তারা হয়ে যাওয়া বন্ধুনে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।