আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল ফ্যাক্টস (পার্টঃ ওয়ান)

সূর্যটাকে রাখিস খেয়াল

#১ মেডিকেলের লেকচার গ্যালারী এবং লাইব্রেরি ফেসবুক ব্যবহার করার সবচেয়ে উপযোগী জায়গা। #২ মেডিকেলে সবচেয়ে হতভাগা রোল-১; রোল-১ এর প্রক্সি কেউ দিতে চায় না। সব লেকচার কষ্ট করে নিজেকেই করতে হয়। #৩ মেডিকেলে ভর্তি হওয়ার পর ১ম বর্ষে একজন ছাত্র সপ্তাহে ২বার করে এপ্রন ধোয়। ৫ম বর্ষে উঠতে উঠতে এই হার কমে হয়, ২মাসে ১বার। #৪ মেডিকেলে অধিকাংশ প্রেমের শুরু ফার্স্ট ইয়ারে; Histology খাতা এঁকে দেয়ার মধ্য দিয়ে। #৫ একজন মেডিকেল স্টুডেন্ট তার ছাত্রজীবনে অন্তত একবার "মেডিকেলে অনেক পড়া/ মেডিকেলের পড়ালেখা অনেক কঠিন" শীর্ষক ফেসবুক স্ট্যাটাস প্রসব করেন। (টু বি কন্টিনিউড)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.