শুক্রবার চাঁদপুরের কচুয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “তাদের যোগ দিতে বলেছি। তারা যদি না আসে, তাহলে অন্যান্য দল নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ”
গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচনকালীন এই ‘সর্বদলীয়’ মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন এবং বিরোধী দলকে তাতে যোগ দেয়ার আহ্বান জানান।
তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে সাবেক উপদেষ্টাদের নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পাল্টা প্রস্তাব তুলেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ওই প্রস্তাব মেনে নেয়ার দাবিতে বিরোধী দল আন্দোলনও করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকার বাংলাদেশে সঠিকভাবে, দৃঢ়ভাবে, নিরপেক্ষভাবে অবাধ ও সময়মতো নির্বাচন অনুষ্ঠান করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। ”
আর যারা গণতন্ত্র ও দেশের শত্রু, সংবিধান রক্ষার জন্য সরকার তাদের সর্বশক্তি দিয়ে দমন করবে বলেও উল্লেখ করেন তিনি।
“দেশের সকল জনগণ এই প্রতিহত প্রক্রিয়ায় সহযোগিতা করবে। ”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্বরাষ্ট্রমন্ত্রী বাসাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নিজের বাড়ি গুলবাহারে স্থানীয় যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।