দীর্ঘ দুই বছর পর অবশেষে বঙ্গদেশীয় গান শ্রবনে মনোনিবেশ করিলাম। 2007-08 এ হাবিব এবং বালামের গান শ্রবনে মনোতৃপ্তি পাইতাম। এর পরের তিনবছর তাহাদের সঙ্গীতের যাচ্ছেতাই অবস্থা দেখিয়া বঙ্গদেশীয় গান শ্রবন ছাড়িয়াই দিয়াছিলাম। বন্ধুগনের কাছে জানিলাম ইমরান এবং আরেফীন রুমি বর্তমানে অডিও জগত কাঁপাইতেছেন। তাহাদের গান শ্রবনের পর বুঝিলাম-ইহাদের প্রায় প্রতিটি গানের সুর একই রকম।
তবে বেশ আদুরে এবং উপভোগ্য। গানের কথাগুলো অবশ্য বেশ বাচ্চা বাচ্চা যাহা এ অধম ও খুব সম্ভবত লিখিতে পারিবে। গানের নারীকন্ঠগুলো বেশ সুমিষ্ট। বিশেষ করিয়া পূজা,নাওমী এবং পড়শীর কথা না বলিলেই নয়। তবে মিউজিক ভিডিওগুলোতে একই কাহিনী বারবার ব্যবহূত হইতেছে।
যাহা হউক, কোলিকাতার গর্ধভ সুরকার জিত্ গাঙ্গুলীর সুরকৃত "ও মধু,পাগলু,আওয়ারা" গানগুলোর চাইতে অনেক উত্তম মনে হইয়াছে গানগুলো। আশা করি আরেফীন-ইমরান রা আমাদের আরো ভাল গান উপহার দিবে এবং আমরাও তাহাদের গানের সিডি ক্রয় করিয়া তাহাদেরকে উত্সাহ দিব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।