ভারতের অন্ধ্রপ্রদেশে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা অগ্নিকাণ্ডের গুজবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্য একটি ট্রেনের চাকায় কাটা পড়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৮ জন।
শনিবার রাজ্যের উত্তরাঞ্চলে ভিজিয়ানাগারাম থেকে ১০ কিলোমিটার দূরে গোতলাম স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, বোকারোর উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা আলেপ্পি-ধানবাদ ট্রেনের দুটি বগিতে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। এসময় যাত্রীরা শিকল টেনে দ্রুত হুড়োহুড়ি করে নামতে থাকে। এসময় পাশ দিয়েই যাচ্ছিল রায়াগাদা-বিজয়াবাদা যাত্রীবাহী ট্রেনটি। দ্রুত থামাতে না পারায় ট্রেনটি ওই আতঙ্কিত জনতার উপর দিয়ে চলে যায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি এ দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের সর্বোচ্চ গুরুত্বে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।