টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, প্রভুদেবার নির্দেশে একটি দৃশ্যের শুটিংয়ের জন্য প্রায় আট ঘণ্টা ময়লা পানিতে দাঁড়িয়ে ছিলেন সোনাক্ষি সিনহা এবং সনু সুদ।
পানিতে ভিজতে তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা যখন বুঝতে পারলেন এই নদীর পানিতে স্থানীয় গ্রামবাসী তাদের কাপড়চোপড় ধোয়া এবং গরু মহিষের গোসল করানোসহ সবকিছুই করে, তখন একটু অস্বস্তিকর অবস্থায় পড়লেন দুজন।
নদীর পানির বহুবিধ ব্যবহারের কারণে পানিতে ছিল থকথকে কাদা এবং দুর্গন্ধ। কিন্তু এরপরও শুটিংয়ের জন্য সোনাক্ষি এবং সনুকে কোনো ছাড় দিতে রাজি হননি প্রভুদেবা।
শেষমেশ ওই দুর্গন্ধময় ময়লা পানিতেই প্রায় ৮ ঘণ্টা শুটিং করেছেন সোনাক্ষি এবং সনু।
অ্যাকশন ধাঁচের সিনেমা ‘র...রাজকুমার’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষি এবং শাহিদ কাপুর।
সিনেমাটি মুক্তি পাবে ১৫ নভেম্বর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।