মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়কটি সংস্কারের দাবিতে কোমর পানিতে দাড়িয়ে এক ব্যাতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচী পালন করেছে গ্রামবাসী। আজ রবিবার শালিকা গ্রামবাসিরা রাস্তায় কোমর পানিতে দাড়িয়ে মানববন্ধন ও ধানের চারা রোপন করে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিন শালিকার পুরাতন সজিদ পাড়ার সড়কটির বেহাল দশা দীর্ঘদিনের। ৩ কি.মি. এ সড়ক সারা বছর কাঁদা ও হাটু পানিতে ডুবে থাকে। ইউপি নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচনের পূর্বে প্রার্থীরা ওই এলাকায় ভোট চাইতে গিয়ে প্রথমেই সড়কটি সংস্কার করার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনে জয়লাভের পরে সড়কটি সংস্কারের কথা জনপ্রতিনিধিরা মনে রাখেননা।
দক্ষিন শালিকার পুরান সজিদ পাড়ার শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়কটি সংস্কারের দাবিতে গ্রামবাসী কোমর পানিতে দাড়িয়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে রাস্তার ওপর ধানের চারা রোপন করেন গ্রামবাসী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।