গাংনীতে ১৯ হাজার ৬৮৮ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির মুরাদ হোসেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ২৪৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোখলেসুর রহমান ৫৮ হাজার ৫৬১ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আব্দুস সালাম।
মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি এ উপজেলার বিদায়ী চেয়ারম্যানও ছিলেন।
বৃহস্পতিবারের নির্বাচনে তিনি ৩ হাজার ৮০৬ ভোটের ব্যবধানে জয়ী হন।
তিনি পেয়েছেন ৩০ হাজার ৯১১ ভোট এবং তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিয়াউদ্দিন বিশ্বাস ২৭ হাজার ১০৫ ভোট পেয়েছেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী জার্জিস হুসাইন ৩০ হাজার ৭৪৯ ভোট পেয়েছেন। নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম মোল্লা ২২ হাজার ৭৬২ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত গুলনাহার বেগম ৩০ হাজার ২০৩ ভোট পেয়েছেন।
২০১৪ সালের উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে এ জেলায় গাংনি উপজেলাতেও ভোট গ্রহণ করা হয়েছে। তবে মুজিবনগরে ফল ঘোষণার সময় সেটির ফলাফল ঘোষণা করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।