আসন্ন ১০ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনাকে প্রত্যাখ্যন করে বিএনপি'র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের শুরুতেই রাজনগরে অবোরধ কারিরা আওয়ামীলীগের অফিসে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৫ রাউন্ডফাঁকা রবার বুলেট নিক্ষেপ করেছে।
আজ সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর দিনদত্ব ব্রীজ থেকে বারাদি পর্যন্ত জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম, জামায়ত নেতা আব্দুল জব্বার, সদর উপজেলা পূর্বসভাপতি আব্দুর রহিম, জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লা ও বিএনপি নেতা আব্দুল আলিমের নেতৃত্বে সড়কে বড় বড় কাঠের গুড়ি ফেলে ও লাঠি শোটা নিয়ে, আগুন জ্বালয়ে সড়ক অবরোধ করে রাখে।
এসময় আবোরোধ কারীরা রাজনগর গ্রামে আওয়ামীলীগের কার্যল আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও এক আওয়ামীলীগ কর্মীর দেকান ভাংচুর করে। পুলিশ তাদের বাঁধা দিয়ে ছত্র ভঙ্গ করতে চাইলে আবোরধে কারিরা ককটেলের বস্ফিরন ঘটায়।
এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০/২৫ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া মেহেরপুর-কাথুলী সড়কের পৌর কলেজ মোড়, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়, খানপুর থেকে কালী তলা মোড়, গৌরিনগর, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পুড়াপাড়া, বাশবাড়িয়া বজার, ছাতিয়ান ব্রিকফিল্ড মোড় সহ প্রায় ১৩ টি স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম সাংবাদিকদের জানান,রাজনগরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা স্থানে ২০/২৫ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। শহরে অতিরিক্ত র্যাব পুলিশ মোতায়ন করা হয়েছে।
এছড়া মিরপুর সেক্টরের ৩২ ব্যটলিয়ন বডার গার্ডের মেজর তারিকুলের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিপি মোতায়ন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।