আমেরিকার নিউইয়র্ক সেন্ট্রাল পার্ক থেকে মেহেরপুর হোটেল বাজারের শহীদ গফুর সড়কের এরফানুল হকের ছেলে আমেরিকা প্রবাসী অরন্য হকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে আমেরিকান পুলিশ।
আজ বাংলাদেশ সময় সকাল ৭ টার দিকে নিউইয়র্ক পুলিশের একটি দল অরন্যর লাশ উদ্ধার করেছে বলে অরন্যর পরিবার থেকে তা নিশ্চিত করা হয়েছে।
মেহেরপুর হোটের বাজারের শহীদ গফুর সড়কের এরফানুল হেকের ছেলে অরন্য হক ৪ বছর আগে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যায়। আজ সকালে নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করার খবর পৌছায় তার বাড়িতে। তবে কি কারনে সে নিহত হয়েছে তা নিশ্চিত হতে পারিনি তার পরিবার। এদিকে অরন্যর মৃত্যুতে তার পরিবারসহ আশেপাশের শোকের মাতম চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।