সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার উসকানি দেওয়া এবং কটূক্তি করার অভিযোগে ফরহাদ মজহারকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ আয়োজিত সড়ক অবরোধ কর্মসূচিতে এ দাবি জানান তাঁরা। এ সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তারে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।
সমাবেশে জানানো হয়, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আগামী বুধবার জাতীয় প্রেসক্লাবসহ সারা দেশের প্রেসক্লাব এবং গণমাধ্যম অফিসের সামনে আরও বড় কর্মসূচি পালন করা হবে।
এ সময় বক্তব্য দেন ডিইউজের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।