আমাদের কথা খুঁজে নিন

   

ঝড়ের গতি জানাবে ব্জ্রপাত নির্দেশক

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে,  আগে ঝড়ের গতিবেগ ডপ্লার রেডারের সাহায্যে নির্ণয় করা হত। কিন্তু এভাবে ঝড়ের গতিবেগ নির্ণয় পদ্ধতি ব্যয়বহুল এবং  অনেক উন্নয়নশীল দেশে এমন প্রযুক্তির ব্যবহারও সম্ভব নয়। 
নতুন ব্যবস্থায় বিদ্যুৎচমক ঝড়ের পূর্বাভাস দেওয়ার কাজে ব্যবহৃত হবে। অক্টোবরের ২২ তারিখে পশ্চিমা গিনিতে এক বজ্রসহ ঝড়বৃষ্টির গতিবেগ নির্ণয় এবং সতর্ক ব্যবস্থা জারির কাজে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
নেচার জার্নালে প্রকাশিত এক তথ্যে জানানো হয়েছে এই ব্যবস্থায় পুরো দেশে সর্বমোট ১২টি বাজ-নির্দেশক স্থাপন করা হয়েছে। আর এতে আমেরিকান কোম্পানি আর্থ নেটওয়ার্ক ১০ লাখ ডলার ব্যয় করছে। জার্নালে প্রকাশিত তথ্যমতে ডপ্লার রেডার ব্যবহারের ফলে এই খরচের পরিমাণ ১০ গুণ বেড়ে যেত।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।