আমাদের কথা খুঁজে নিন

   

চলতি পথেই গাড়ি চার্জ

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, টেসলা মটরসের চার্জিং স্টেশনগুলো প্রচলিত চার্জিং স্টেশনের চেয়ে ২০ গুণ দ্রুত চার্জ করতে পারে।
কানাডার ওয়েস্ট কোস্ট সুপার চার্জার করিডোরে স্যান ডিয়েগো থেকে ভ্যাঙ্কুভার পর্যন্ত অনেকগুলো কার-রিচার্জিং স্টেশন চালু করেছে টেসলা। এতে ওই পথে ইলেক্ট্রিক গাড়িতে করে এক হাজার তিনশ’ ছিয়ানম্বই মাইল পথ পাড়ি দেওয়ার সময় প্রয়োজনে গাড়ি চার্জ করা যাবে। এ জন্য ব্যবহারকারীর কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। টেসলা মটরসের ইলেক্ট্রিক গাড়ি ‘মডেল এস’-এর জন্য স্টেশনগুলো স্থাপন করা হয়েছে।
স্টেশনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও শপিং সেন্টারের কাছাকাছি বসানো হয়েছে। এতে গাড়ি চার্জ করার জন্য আলাদা সময় লাগবে না, গাড়ি চার্জও হবে কম সময়ে। টেসলা কর্তৃপক্ষ বলেছে, ব্যাটারি অর্ধেক চার্জ করতে সময় লাগবে ২০ মিনিট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।